News update
  • C.A. Yunus expresses concern, sympathy over Korail slum fire     |     
  • UNAIDS Warns of Deepest HIV Response Setback in Decades     |     
  • UN Warns of Rising Femicide and Escalating Digital Abuse     |     
  • Over 600m Children Exposed to Violence at Home: UNICEF     |     
  • Dhaka updates noise pollution rules to curb rising sound levels     |     

কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে তারেক রহমানের উদ্বেগ

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-11-26, 8:36am

2f41fbb1228dcc39c0ef38dff9ea8e97850fb9850cf4c155-d81d5a1d917beebf6fc3fb9f83788e771764124592.jpg




রাজধানীর মহাখালী কড়াইল বস্তিতে ভয়াবহ আগুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে এক বিবৃতিতে এই উদ্বেগ জানান তিনি।

তারেক রহমান বলেন, ‘সন্ধ্যায় কড়াইল বস্তিসহ সংলগ্ন এলাকা ভয়াবহ আগুনে দাউদাউ করে জ্বলে ওঠে। দমকল বাহিনীর পক্ষে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়। আগুনের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে আমরা এখনও সঠিকভাবে অবগত হতে পারছি না। তবে অনেকের বাড়িঘর পুড়ে গেছে বলে জানা গেছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের সদস্য ও এলাকাবাসীর আগুন নেভাতে প্রাণপন প্রচেষ্টার প্রতি পূর্ণ সংহতি জানাচ্ছে। তাদের এই প্রচেষ্টা দেশবাসীকে এক নতুন প্রেরণায় উদ্বুদ্ধ করেছে। আশা করি, এই ভয়ংকর আগুনের ব্যাপ্তির দ্রুতই পরিসমাপ্তি ঘটবে। কোনো জীবনহানি যাতে না ঘটে আমি সেজন্য আল্লাহর কাছে মোনাজাত করছি।

বিপজ্জনক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জানিয়ে তারেক রহমান বলেন, ‘তারা এই কঠিন সময়ে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হবে বলে আমি দৃঢ়ভাবে আশা রাখি।’

এদিকে, ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে প্রায় পাঁচ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানায়, প্রথমে ৫টা ২২ মিনিটে আগুনের খবর পাওয়া যায়। শুরুতে ৭টি ইউনিট সেখানে কাজ শুরু করে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইউনিট সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৬টিতে। পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়। রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, বস্তির ঘিঞ্জি এলাকা এবং ঘটনাস্থলে তীব্র পানি সংকটের কারণে আগুন নেভাতে কর্মীদের ব্যাপক বেগ পেতে হয়।