
চট্টগ্রামে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ’র গণসংযোগে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বিএনপির নেতারা। একইসঙ্গে আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় বিক্ষোভের ডাক দিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেন, আমরা আমাদের আইনজীবীদের সঙ্গে কথা বলে মামলার প্রস্তুতি নিচ্ছি। বিকেলে বিক্ষোভ মিছিল হবে।’
এদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, ময়নাতদন্তের পর লাশ হস্তান্তর করা হবে। এরপর মামলা দায়ের করবেন নিহতের পরিবারের লোকজন। আমাদের অভিযান চলছে। এখনো পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তারের তথ্য নেই।
উল্লেখ্য, ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করেন। সেখানে চট্টগ্রাম–৮ আসন থেকে এরশাদ উল্লাহর নাম ঘোষণা করা হয়