News update
  • Bangladesh Army takes 15 officers into custody     |     
  • DUCSU wants trial of all involved in enforced disappearances, killings     |     
  • ICT to Hear Hasina Crimes Against Humanity Case     |     
  • Army Detains 15 Officers Over War Crimes Warrants     |     
  • Machado dared to imagine a better world, worked tirelessly: Prof Yunus     |     

কোনো শক্তিকে ভয় করে না জামায়াত: শফিকুর রহমান

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-10-11, 11:12am

69f1b01e3a2df442b83391fa0541697f7964df3061c8f83e-837aafbae4f17859f15532c3df134a391760159554.jpg




কোনো শক্তিকে জামায়াত ভয় করে না মন্তব্য করে দলটির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত সরকার গঠন করলে সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কোনো দেশের একক আধিপত্য থাকবে না।

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর তালতলা হালিম ফাউন্ডেশনে কাফরুল দক্ষিণ থানা জামায়াতে ইসলামী আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘জামায়াত সরকার গঠন করলে অর্থনৈতিক খাতে লুটপাট আর অনিয়ম রোধ করে শৃঙ্খলা আনা হবে, কেউ কোনো চাঁদাবাজির সুযোগ পাবে না।’

এছাড়া নির্বাচন সু্‌ষ্ঠু হওয়ার ক্ষেত্রে কেউ বাধা দিলে তাকে শক্ত হাতে প্রতিহত করা হবে বলেও জানান জামায়াতের আমীর ডা শফিকুর রহমান।