News update
  • Prof Yunus Calls for People-Centered Democracy in Bangladesh     |     
  • Record 676 Million Women Exposed to Deadly Conflicts     |     
  • UN Renews Push for Global Elimination of Nuclear Arms     |     
  • Don't leave healthcare to profit-driven actors: Prof Yunus     |     
  • Key issues that Prof Yunus may raise in UNGA speech Friday     |     

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণে কী বলছে জামায়াত

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-09-27, 11:05am

c0d0c340f84430d06955fdc82cdc7d8b8e275b08884f699c-2786c95c1c99b07d65b1ae85a9fc7b021758949542.jpg




জাতিসংঘে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণকে স্বাগত জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে টানা দ্বিতীয়বার বাংলাদেশ সময় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে জাতিসংঘের ৮০তম অধিবেশনে ভাষণ দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। বিশ্বমঞ্চে দাঁডিয়েও জানিয়েছেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন।

জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টার পাশেই ছিলেন বিএনপি, জামায়াত ও এনসিপির ৬ নেতা। নির্বাচন ইস‍্যুতে সরকারপ্রধানের বক্তব্যের ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন দলগুলোর নেতারা।

প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় জামায়াত নেতা তাহের বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমরাও একমত। তবে তার আগে জুলাই চার্টার বাস্তবায়ন করতে হবে।

জাতিসংঘে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণের প্রশংসা করে তিনি বলেন, সাধারণ অধিবেশনে দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্য গোল্ড মেডেল পাওয়ার মতো। রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে নিয়ে আসায় আমরা স্বাগত জানাই।

এর আগে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্যদিয়ে স্বৈরাচারকে বিদায় করে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াতে চাইছে।

তিনি বলেন, আগামী বছর ফেব্রুয়ারিতে আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছি। আমরা এমন একটা প্রক্রিয়া শুরু করে দিয়ে যেতে চাই, যাতে করে পরবর্তী সময়ে যেই সরকার গঠন করুক, সংস্কার কাজ যেন চালিয়ে যায়।