News update
  • Young disabled people of BD vow to advocate for peace     |     
  • World Leaders Urged to Defend Human Rights and Justice     |     
  • Vegetable prices remain high, people buy in small quantities     |     
  • Off-season watermelon brings bumper crop to Narail farmers     |     
  • Climate Change Drives Deadly Floods, Storms, and Water Crises     |     

জামায়াতসহ যুগপৎ আন্দোলন করা দলগুলোর সঙ্গে আমরা নেই: নাহিদ ইসলাম

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-09-20, 7:17am

ea35587350d2cee98b975e9f4fffabbf58446583d2c532ae-f935b5e20efa9acc1eff30381fdef78d1758331050.jpg




জামায়াতসহ ইসলামী দলগুলোর যুগপৎ আন্দোলনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে প্রথমবারের মতো তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

এনসিপির আহ্বায়ক বলেন, নিম্নকক্ষে আমরা আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর চাই না। তাই জামায়াত ইসলামীসহ যে কয়টি দল যুগপৎ আন্দোলন করছে, তাদের সঙ্গে আমরা নেই।

এই মুহূর্তে এনসিপি কোনো জোটে যাচ্ছে না জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণপরিষদের বিকল্প নেই। গণপরিষদ ও জাতীয় নির্বাচন আমরা যেহেতু একসঙ্গে চাচ্ছি, তাই সেই যৌথ নির্বাচনের প্রস্তুতির জন্য আমরা সবাইকে নির্দেশনা দিয়েছি। অক্টোবরের মধ্যে উপজেলা পর্যায়ের আহ্বায়ক কমিটি দিয়ে আবারও মাঠে নামবে এনসিপি।’  

‘আমরা এবার প্রতিটি উপজেলায় যাব। আমাদের উঠান বৈঠক নামে কর্মসূচি চলমান রয়েছে। জাতীয় নাগরিক পার্টির যে ২৪ দফা কর্মসূচি নিয়েছে, সেগুলো নিয়ে আমরা মানুষের দুয়ারে আবারও যাব’, যোগ করেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, আমরা নিবন্ধন পেতে যাচ্ছি। শাপলা প্রতীক না দেয়ার পক্ষে কোনো যথাযথ যুক্তি নির্বাচন কমিশন দিতে পারেনি। আমরা আশা করছি শাপলা প্রতীক পাব। ‌

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘জোট ও গণপরিষদের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা আমাদের বলেছেন, আওয়ামী দোসররা এখনো ঘুরে বেড়াচ্ছে। তাই তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’