News update
  • Chief Adviser Dr Yunus pays homage to martyred intellectuals     |     
  • Martyred Intellectuals Day: A Nation’s Loss and Resolve     |     
  • EC seeks enhanced security for CEC, ECs, election officials     |     
  • Humanoid robots take center stage at Silicon Valley summit, but skepticism remains     |     
  • ‘Unhealthy’ air quality was recorded in Dhaka on Sunday     |     

মার্কিন মদদেই ইরানে ইজরায়েলের বেপরোয়া সামরিক হামলাঃ সাইফুল হক

রাজনীতি 2025-06-15, 7:53pm

saiful-huq-gs-biplabi-workers-party-406b79aa493653d1ceae683d7b514e411720363733-ea6a4419a5d68c95fb514089b3da1c9d1749995609.jpg

Said up Huq, general secretary, Biplabi Workers Party.



ইজরায়েল আন্তর্জাতিক বিধিবিধানকে বৃদ্ধাংগুলী দেখিয়ে মধ্যপ্রাচ্যে সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে আবির্ভূত হয়েছে। 

ইরানে সামরিক হামলা ও গাজায় ধারাবাহিক গণহত্যা ইজরায়েলের চূড়ান্ত ঔদ্ধত্বমূলক অপরাধের বহিঃপ্রকাশ। 

ইজরায়েলকে আন্তর্জাতিক সন্ত্রাসী  রাষ্ট্র হিসাবে ঘোষণার আহবান।

অনতিবিলম্বে ইরানে হামলা ও গাজায় গণহত্যা বন্ধে ইজরায়েলকে বাধ্য করার ডাক। 

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যম প্রদত্ত এক বিবৃতিতে ইরানের পরমানু স্থাপনাসহ গুরুত্বপূর্ণ সামরিক অঞ্চহল লক্ষ্য করে ইজরায়েলের বেপরোয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা  রাষ্ট্রীয় ভয়ানক সন্ত্রাসী তৎপরতা হিসাবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন পরিকল্পিত এই হামলা আন্তর্জাতিক সকল ধরনের বিধিবিধানকে  বৃদ্ধাংগুলী দেখানোর সামিল।

তিনি বলেন, গাজাসহ ফিলিস্তিন ভূখণ্ডে এই শতাব্দীর সবচেয়ে বড় গণহত্যা চালিয়ে যাওয়ার মাঝেই ইরানে এই  ব্যাপক সামরিক হামলা ইজরায়েলের চূড়ান্ত ঔদ্ধত্বমূলক অপরাধের  বহিঃপ্রকাশ। ইজরায়েলের এই যুদ্ধবাদী আগ্রাসী তৎপরতা গোটা মধ্যপ্রাচ্যকে মারাত্মকভাবে অস্থিতিশীল করে তুলতে পারে।

তিনি বলেন, ইজরায়েলের এই বেপরোয়া আগ্রাসী তৎপরতার পিছনে রয়েছে মার্কিন প্রশাসনের প্রত্যক্ষ মদদ।বস্তুত মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক মদদের কারনেই গোটা মধ্যপ্রাচ্যে ইজরায়েল আগ্রাসী সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে আবির্ভূত হয়েছে।এর লক্ষ্য হচ্ছে আরব দুনিয়ার বিভক্তির সুযোগ নিয়ে মধ্যপ্রাচ্যে অপ্রতিরোধ্য সামরিক শক্তি হিসাবে নিজেদের নিরংকুশ  কর্তৃত্ব প্রতিষ্ঠা করা।

বিবৃতিতে তিনি বলেন এশিয়ার এই অঞ্চলে মার্কিনীদের প্রধান সামরিক আউটপোস্ট হিসাবে ইজরায়েলকে গড়ে তোলা হয়েছে।

একারণে ফিলিস্তিনসহ আরব দুনিয়ার দেশগুলোর বিরুদ্ধে ইজরায়েলের বেপরোয়া  সন্ত্রাসী তৎপরতা ও যুদ্ধাপরাধকে নানাভাবে দায়মুক্তি দেয়া হচ্ছে।জাতিসংঘকে এরা পুরোপুরি ঠুটোঁ জগন্নাথে পরিনত করেছে। 

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা সাম্রাজ্যবাদী দুনিয়ার সহযোগিতা বন্ধ না হলে ইজরায়েলী এই আগ্রাসী সন্ত্রাসী তৎপরতা বন্ধ করা কঠিন। তিনি বলেন,, আন্তর্জাতিক সম্প্রদায়ের নেতৃত্বে  ইজরায়েলের এই আগ্রাসী তৎপরতা প্রতিরোধ করা না গেলে এবং যুদ্ধাপরাধের দায়ে  ইজরায়েলী যুদ্ধাপরাধীদের বিচার করা না গেলে মধ্যপ্রাচ্যে শান্তি আসবেনা, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রও নিশ্চিত করা যাবেনা। 

তিনি ইজরায়েলকে আন্তর্জাতিক সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছেন। একইসাথে তিনি অবিলম্বে ইরানে ইজরায়েলের হামলা ও গাজায় গণহত্যা বন্ধে দুনিয়ার শান্তিকামী দেশ ও বিশ্ববাসীকে এগিয়ে আসারও উদাত্ত আহ্বান জানান।  -   প্রেস বিজ্ঞপ্তি