News update
  • Bangladesh Bank Buys $115 Million to Support Forex Market     |     
  • Tarique Rahman, Daughter Zaima Added to Voter List     |     
  • NCP and LDP Join Jamaat-Led Eight-Party Alliance     |     
  • Tarique Rahman’s gratitude to people for welcoming him on his return     |     
  • Attorney General Md Asaduzzaman resigns to contest election     |     

ষড়যন্ত্রকারীদের রুখে দিতে ঐক্য গড়ে তুলুন: আমিনুল হক

রাজনীতি 2025-03-07, 11:33pm

bnp-dhaka-city-north-convener-aminul-huq-distributing-iftar-among-desstitutes-on-behalf-of-party-acting-chairmasn-tarique-rahman-in-the-mirpur-area-on-friday-bcd92d6cd686b35cd6eb74aee4135ab31741368825.jpg

BNP, Dhaka City North convener Aminul Huq distributing iftar among destitutes on behalf of party acting chairmasn Tarique Rahman in the Mirpur area on Friday.



রমজানের শিক্ষায় আত্মশুদ্ধির মাধ্যমে  মানবসেবায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। 

শুক্রবার (০৭ মার্চ) মাহে রমজান উপলক্ষে রাজধানীর মিরপুর-৬ নম্বর মাদ্রাসায়ে দারুল উলূম এর ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, রমজান হলো আত্মশুদ্ধির মাস।এ মাসে একজন মুমিন তার হৃদয়কে তাকওয়ার মাধ্যমে আলোকিত করে। এ মাসে আমাদেরকে রমজানের শিক্ষায় বাস্তব জীবনে প্রতিফলন ঘটাতে হবে। 

এসময় আমিনুল হক বলেন, আজকে সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে ষড়যন্ত্রকারীরা অরাজকতার পরিস্থিতি তৈরি করতেছে। যেকোন উপায়ে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে তিনি ঐক্য গড়ে তুলার আহবান জানান।

এর আগে আমিনুল হক পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজধানী পল্লবী রুপনগরের সাতটি স্পটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সর্বাসাধারনের মাঝে ইফতার বিতরণ করেন। 

ইফতার বিতরণকালে তার সঙ্গে ছিলেন,ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহবায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবক দল মহানগর উত্তর এর সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনী, পল্লবী থানা যুবদল সভাপতি হাজী নূর সালাম, রুপনগর থানা বিএনপি যুগ্ম আহবায়ক আলী আহমেদ রাজু, রুপনগর থানা বিএনপির ৭ নং ওয়ার্ড সভপতি শফিকুর রহমান মামুন, স্বেচ্ছাসেবক দল রুপনগর থানার আহবায়ক কায়সার হামিদ, সিনিয়র যুগ্ম আহবায়ক সাজেদুল আলম টুটুল,

ছাত্রদল রুপনগর থানার সভাপতি মনিরুজ্জামান রনি, ছাত্রদল নেতা মোঃ আল আমিন,পল্লবীর ৬ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি ওয়াহিদুজ্জামান ফরহাদ সাধারণ সম্পাদক আউয়াল ইসলাম তপন প্রমুখ। - মারুফ সরকার, প্রতিবেদক