News update
  • UN Calls for Calm in Bangladesh After Protest Leader’s Killing     |     
  • DMP issues 7 traffic directives for Osman Hadi’s Janaza     |     
  • Vested quarter fuelling chaos to impose new fascism: Fakhrul     |     
  • Hadi’s namaz-e-janaza at 2:30pm Saturday     |     
  • Jashore’s Gadkhali blooms with hope; flowers may fetch Tk4 bn      |     

চার প্রদেশের ধারণা বিচ্ছিন্নতাবাদকে উৎসাহিত করবে : খেলাফত আন্দোলন

রাজনীতি 2025-02-08, 11:16pm

majlid-e-amela-meeting-of-bangladesh-khelafat-andolan-held-on-saturday-12b96c0ac9f02500b3342f25098495951739034993.jpeg

Majlid-e-Amela meeting of Bangladesh Khelafat Andolan held on Saturday. bka-2025-02-08-001



জনপ্রশাসন সংস্কার কমিশন দেশকে চারটি প্রদেশে ভাগ করার প্রস্তাবের বিরোধিতা করে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ বলেছেন, চার প্রদেশের ধারণা বাস্তবায়িত হলে তা বিচ্ছিন্নতাবাদকে উৎসাহিত করবে। এর ফলে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করে সাধীন রাষ্ট্র গঠনের দীর্ঘদিন ধরে চলমান ষড়যন্ত্র সফল হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। প্রদেশে ভাগ করার মত বড় নয় আমাদের দেশ। তাছাড়া জাতিগতভাবেও আমাদের মধ্যে অঞ্চলভিত্তিক তেমন কোন বিভাজন নেই। বর্তমান সরকারের সংস্কার কর্মসূচির সাথে নীতিগতভাবে খেলাফত আন্দোলন একমত হলেও চার প্রদেশে ভাগ করার এই প্রস্তাব বাদ দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান নেতৃবৃন্দ।

আজ শনিবার (০৮ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ১১ টায় রাজধানীর কামরাঙ্গীরচরস্থ মারকাজুল খেলাফত জামিয়া নূরিয়া ইসলামিয়ায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে আমেলার (কার্যনির্বাহী কমিটি) মাসিক বৈঠক থেকে নেতৃবৃন্দ এই আহবান জানান।

খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা শেখ আজীম উদ্দীন, মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দিন,  মাওলানা কামরুল ইসলাম, মাওলানা সাজেদুর রহমান ফয়েজী, ইঞ্জিনিয়ার মোফাচ্ছির হোসাইন, মুফতি আব্দুর বারী, জনাব আতিকুল ইসলাম, মাওলানা তৌহিদুজ্জামান, হাফেজ মাওলানা আবু তাহের, মাওলানা মাহমুদুল হাসান শরিয়তপুরী, মাওলানা সাইফুল ইসলাম জামালী, মাওলানা গাজী ইউসুফ,  হাফেজ আবুল কাশেম রায়পুরী, মাওলানা সালাউদ্দিন জয়নাল, মুফতি আল আমিন, মুফতি আখতারুজ্জামান আশরাফী,  মুফতি আবুল হাসান কাসেমী প্রমুখ ।

বৈঠকে অনলাইনে বক্তব্য দিয়ে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক সহিংসতার উসকানিদানের নিন্দা জানান নেতৃবৃন্দ। তারা সরকারকে অবিলম্বে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রকারীদের এবং জুলাই গণহত্যার সাথে জড়িত সকলকে গ্রেফতার করে জনক্ষোভ প্রশমনের জন্য সরকারের প্রতি আহবান জানান তারা

এছাড়াও বৈঠক থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অবৈধ রাষ্ট্র ইসরাইলের রক্তপিপাসু প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কতৃক নিজ ভুমি থেকে গাজাবাসীদের অন্যদেশে স্থানান্তরের পরিকল্পনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বৈঠকে রমজান মাসে সারাদেশের জেলা ও থানা শাখাসমূহে ইফতার মাহফিল আয়োজন, নির্বাচনের প্রস্তুতি, ইসলামী দলগুলোর সাথে ঐক্যপ্রক্রিয়া ইত্যাদিসহ জাতীয় ও সাংগঠনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা-পর্যালোচনা অনুষ্ঠিত হয় এবং সিদ্ধান্ত গৃহীত হয়। - প্রেস বিজ্ঞপ্তি