News update
  • Mugging money using Dr. Yunus’ name and Facebook platform     |     
  • WHO Calls for Immediate Rollout of HIV Prevention Jab     |     
  • Rooppur NPP’s Digital Operator Asst in Russia starts trial      |     
  • Israeli strikes kill 43, including children, in Gaza     |     
  • WFP Deputy Chief Warns of Deepening Crisis in Gaza     |     

সকল গণহত্যা, গুম, খুন ও অন্যায়ের বিচার করতে হবে: মুফতী ফয়জুল করিম

রাজনীতি 2024-09-09, 1:15am

mufti-syed-fayzul-karim-senior-nayebe-amir-of-iab-addressing-a-rally-at-the-shariatpur-municipal-ground-on-sunday-39b7bfd92957a42734a2ca79d35e3ce11725822900.jpg

Mufti Syed Fayzul Karim senior Nayebe Amir of IAB addressing a rally at the Shariatpur Municipal ground on Sunday.8.9.24



ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই বলেছেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকার যেহেতু একটি গণবিপ্লবের মধ্য দিয়ে জনগণের অভিপ্রায়ে গঠিত হয়েছে তাই এ সরকারকে সকল গণহত্যা, গুম, খুন ও অন্যায়ের বিচার করতে হবে।

রোববার ৮ সেপ্টেম্বর বিকাল ৪ টায় শরীয়তপুর পৌরসভা মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশে ছাত্র-জণতার গণবিপ্লব সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) জাতীয় সংসদ নির্বাচনের দাবী জানান তিনি।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারি মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নুুরুল ইসলাম আল আমিন, ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি এ্যাড. মানিক মিয়া সরদার, ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি এ্যাড. হানিফ মিয়া, জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম আহসান হাবিব, ইসলামী আন্দোলন বাংলাদশ শরীয়তপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব হাফেজ মাওলানা শওকত আলী।

ইসলামী আন্দোলন বাংলাদশ শরীয়তপুর জেলা শাখার সভাপতি মুফতি তোফায়েল আহমদ কাসেমীর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সেক্রেটারী মুফতি সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত গণসমাবেশে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ মুজাহিদ কমিটি শরীয়তপুর জেলা শাখার ছদর হাফেজ মোঃ কেরামত আলী, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সভাপতি মুফতি ফেরদাউস আহমদ, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড জেলা সভাপতি এইচ এম লোকমান বিন সালেহ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের জেলা ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আয়াত আলী, শিক্ষক ফোরামের জেলা সভাপতি মাওলানা আলী আজগর, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মাস্টার দেলোয়ার হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি ছাত্রনেতা মোঃ রাসেল সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

এসময় তিনি আরও বলেন, বর্তমান সরকারের পক্ষে যেহেতু রাজনৈতিক ঐকমত্য রয়েছে তাই দেশকে এবং দেশের রাজনীতিকে সঠিক জায়গায় নিয়ে আসার ব্যাপক সুযোগ তৈরি হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে অন্তবর্তীকালীন সরকার যদি প্রাপ্ত সুযোগকে কাজে লাগিয়ে দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ গ্রহণ না করে তাহলে হাজারো ছাত্র-জনতার রক্তদান ব্যর্থ হবে। - প্রেস বিজ্ঞপ্তি