News update
  • Saarc experts meet to reduce livestock-origin greenhouse gases     |     
  • Bangladesh Mission in Delhi Suspends Visa Services     |     
  • Another July warrier shot in head, critical in Khulna hospital     |     
  • NCP Khulna Chief Critically Shot Amid Rising Political Violence     |     
  • Indian MP Warns Bangladesh Faces Rising Lawlessness     |     

এ বিজয় গণতন্ত্র পিপাসু ছাত্র জনতার - মুসলিম লীগ

রাজনীতি 2024-08-06, 12:56am

bml-logo-0f20c6896a0b5cd4eba9a9c3a21560a81722884202.jpg

BML Logo



ছাত্র-জনতার অভূতপূর্ব গণআন্দোলনের মাধ্যমে গণ অভ্যুত্থান ঘটিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর অগ্র-সেনানী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শিক্ষার্থী সহ সমগ্র দেশবাসীকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগ। অনেক প্রাণ-রক্ত-ঘামের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এ বিজয় গণতন্ত্র পিপাসু জনগণের। 

আজ দলের নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার ও মহাসচিব কাজী আবুল খায়ের এক যুক্ত বিবৃতিতে বলেন, আজকের প্রজন্ম যাদের হাত ধরে এই নতুন বাংলাদেশের যাত্রা শুরু হল তারা সহ সমগ্র জাতি আজ নতুন করে স্বাধীনতার বিজয়ানন্দ অনুভব করছে। অবশেষে আবারও প্রমাণিত হল, জনগণই সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। 

বিচক্ষণতার সাথে পরিস্থিতি সুন্দর ভাবে মোকাবেলা করার জন্য সেনাপ্রধান ও সেনাবাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে নেতৃবৃন্দ বলেন, আশা করি সেনাপ্রধান দ্রুততম সময়ে দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সমর্থ হবেন। এক্ষেত্রে ছাত্র-জনতার ক্ষোভ প্রশমনে দ্রুততম সময়ে দায়ী ব্যক্তিদের সনাক্ত করে বিচারের আওতায় নিয়ে আসার উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বর্তমান পরিস্থিতিতে জনগণকে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিস্ট সরকারের লন্ড-ভন্ড করে রেখে যাওয়া দেশকে নতুন করে গড়ে তোলাই সকল সুনাগরিকের নৈতিক ও প্রধান দায়িত্ব বলে মনে করে ঐতিহাসিক রাজনৈতিক দল বাংলাদেশ মুসলিম লীগ। 

অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকা দলগুলোর শীর্ষ-নেতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মনোনীত বিশিষ্ট নাগরিকদের যৌথ সংলাপের মাধ্যমে চূড়ান্ত রূপরেখা প্রণয়ন জনগণের নিকট অধিকতর গ্রহণযোগ্য হিসাবে বিবেচিত হবে বলে আমরা মনে করি। ছাত্রদের অধিকার ও গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার লড়াইয়ে নিহত  শহীদদের রুহের মাগফেরাত ও তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এবং আহতদের আশু আরোগ্য কামনা করে নেতৃবৃন্দ, গণআন্দোলনে নিহত বীর শহীদদের সঠিক তালিকা এবং আহতদের সরকারী ব্যবস্থাপনায় উন্নত চিকিৎসার ব্যবস্থা করার দাবী জানিয়েছেন। - প্রেস বিজ্ঞপ্তি