News update
  • ‘Very unhealthy’ air quality recorded in Dhaka Sunday morning     |     
  • Harassment, corruption shade Begum Rokeya University, Rangpur     |     
  • Sikaiana Islanders Face Rising Seas and Uncertain Future     |     
  • BD Election Commission to begin political dialogue this week     |     
  • Climate summit hears countries suffering from global warming      |     

নিরীহ শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার দায়ভার সরকারকেই নিতে হবে

রাজনীতি 2024-07-17, 12:19am

islami-andolan-logo2-86ac35f55094302a0cc9afe648af94991721153981.png

Islami Andolan logo



প্রিন্সিপাল শেখ ফজলে বারী মাসউদ

যৌক্তিক কোটা আন্দোলনে সন্ত্রাসী লীগ দিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে রক্তাক্ত করার দায়ভার সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব, ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনেকে কেন্দ্র করে সারাদেশ যখন উত্তপ্ত, তখন প্রধানমন্ত্রী নিজেই তার পিয়নের ৪০০ কোটি টাকার দুর্নীতির কথা স্বীকার করে বুঝিয়ে দিচ্ছেন দেশের কোন কিছুই তার হাতে নিরাপদ নয়। সেখানে শিক্ষা, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী এবং তাদের মেধার মূল্যায়ন তিনি কিভাবে করবেন? তাই সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক কোটা সংস্কারের দাবী পূরণ না করে মেধাবী শিক্ষার্থীদেরকে স্বৈরাচারী কায়দায় নিজের হেলমেট বাহিনী ও সন্ত্রাসী লীগ দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে হসপিটালাইজড করেছেন। 

আজ মঙ্গলবার এক বিবৃতিতে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবীতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর হেলমেট বাহিনী ও সন্ত্রাসী লীগ কর্তৃক বর্বরোচিত হামলার প্রতিক্রয়ায় প্রিন্সিপাল মাসউদ এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এখনই সময় সকলে ঐক্যবদ্ধভাবে শিক্ষা ও শিক্ষার পরিবেশ ধ্বংসকারী আওয়ামী লীগ ও তার পোষ্য ছাত্রলীগকে প্রতিহত করার। - প্রেস বিজ্ঞপ্তি