News update
  • Tarique Rahman returns home amid rapturous reception     |     
  • Home After 17 Years: Tarique Returns to Gulshan Residence     |     
  • Tarique Calls for United Effort to Build a Safe Bangladesh     |     
  • Tarique leaves for 300 feet area from airport     |     
  • BNP top leaders welcome Tarique Rahman on homecoming     |     

দেশের ভেতর দিয়ে ভারতের রেললাইন সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ করবে

-ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিন

রাজনীতি 2024-06-21, 10:34pm

iab-islami-andolan-bangladesh-logo-de21b81b25d16c7f62ba6f86a4d29f151718987694.jpeg

IAB - Islami Andolan Bangladesh logo



বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেললাইন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ করবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম। তিনি বলেন, ভারতের রেললাইন দেশপ্রেমিক ঈমানদার জনগণ মেনে নেবে না।

আজ শুক্রবার এক বিবৃতিতে মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, বাংলাদেশের ভেতর দিয়ে বিকল্প রেল নেটওয়ার্ক তৈরি করবে ভারত। ভারত দেশের ভেতর দিয়ে রেললাইন নিয়ে যাবে, তা দেশের মানুষ কোনো দিন মেনে নেবে না। যে দেশের মানুষ দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে, সে দেশের মানুষ পরাধীনতা মানবে না। দিল্লির আগ্রাসন বন্ধ করতে হবে। প্রধানমন্ত্রী ভারত সফরে গেছেন। দেশবিরোধী নতুন কোন চুক্তি করলে দেশবাসী মানবে না। তিনি ভারতের সাথে যে সকল চুক্তি ঝলন্ত অবস্থায় আছে তা আদায় করে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। - প্রেস বিজ্ঞপ্তি