News update
  • US Issues Travel Alert for Bangladesh Ahead of Election     |     
  • Air ambulance carrying bullet-hit Hadi flies for Singapore     |     
  • Can Dhaka’s arms recovery drive ensure peaceful polls?     |     
  • ‘Unhealthy’ air quality recorded in Dhaka Monday morning     |     
  • BD peacekeepers' deaths: UN chief calls Dr. Yunus, offers condolence     |     

ঐক্যবদ্ধ হতে না পারা আমাদের জন্য দুর্ভাগ্য : ফখরুল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2023-06-08, 7:10pm

resize-350x230x0x0-image-226717-1686222124-67f664c21fcead974332614dd8c802d71686229834.jpg




‘জাতি হিসেবে আমাদের দুর্ভাগ্য, আমরা এখনও ঐক্যবদ্ধ হতে পারিনি’ বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৮ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে এক সভায় তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক বলুন আর গণতন্ত্র পুনরুদ্ধার বলুন, সবকিছু অর্জন করতে হলে শক্তভাবে দাঁড়াতে হবে। জাতি হিসেবে আমাদের দুর্ভাগ্য, এখনও আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি।

তিনি বলেন, বাংলাদেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে। আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বললেও তাদের হাতেই গণতন্ত্র নিহত হয়েছে। আওয়ামী লীগ একে একে গণতান্ত্রিক সব অধিকার হরণ করেছে। আওয়ামী লীগ ও গণতন্ত্র একসঙ্গে যায় না।

বিএনপির এই নেতা বলেন, সংলাপের কথা বলে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিয়ে যেতে চায় সরকার। আওয়ামী লীগ ডাইভারশন খুব ভালো পারে। তারা একটি ইস্যু আরেকদিকে নিতে বেশ পটু। সংলাপ নিয়ে তাদের সিনিয়র নেতারা তিনরকম কথা বলছেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না। নির্বাচনের সময় নির্দলীয়-নিরপেক্ষ সরকারের বিকল্প নেই। সুতরাং আগে পদত্যাগ করুন। তারপর দেখব তত্ত্বাবধায়ক সরকার কীভাবে করতে হয়।

তিনি বলেন, আওয়ামী লীগ হলো ফ্যাসিবাদী ও সন্ত্রাসী রাজনৈতিক দল। তারা অন্যকে কথা বলতে দেয় না। গত ১৪ বছর ধরে তারা হিংসাত্মক কথা বলে আসছে।

সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) প্রেসিডেন্ট অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নুরুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।