আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে পর্যবেক্ষক দল পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
বৃহস্পতিবার (৯ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াটলির নেতৃত্বে ডেনমার্ক, ইতালি, নেদারল্যান্ডস, জার্মানি, স্পেন ও ফ্রান্সের রাষ্ট্রদূতরা এ প্রস্তাব দেন বলে সাংবাদিকদের জানান তিনি।
বৈঠকের বিষয়ে আইনমন্ত্রী বলেন, আপনারা শুনেছেন যে পর্যবেক্ষকদের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো আপত্তি নেই। তিনি সেটা পরিষ্কারভাবে বলে দিয়েছেন। আগামী সংসদ নির্বাচনে তারা পর্যবেক্ষক পাঠাতে চান। সুতরাং এখন এটা নির্বাচন কমিশনের ব্যাপার। কমিশন সিদ্ধান্ত নেবে কতজনকে আনবে, কত জনকে আনবে না। আমার মনে হয় নির্বাচন কমিশনও এ ব্যাপারে দ্বিমত করবে না। তথ্য সূত্র আরটিভি নিউজ।