জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে জেগে উঠেছে, তাই বাস-লঞ্চ বন্ধ করে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
শুক্রবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, আমি বিএনপি করি না। কিন্তু শেখ হাসিনার পতন চাই। এই সরকারের পতনের ঘণ্টা বেজে গেছে। গত ৫০ বছরে আওয়ামী লীগের মতো দুঃশাসন দেশের জনগণ দেখেনি। আমি বলব, বাবা এবার তোরা যা, তোরা গেলেই আমরা বাঁচি।
তিনি বলেন, বিএনপির সমাবেশে মানুষের জোয়ার দেখে আওয়ামী লীগও সমাবেশ করার কথা বলছে। কিন্তু দুই-একটা সমাবেশ করলেই তাদের মন খারাপ হয়ে যাবে। কারণ, জনগণ তাদের বিরুদ্ধে জেগে উঠেছে।
বিএনপির সমাবেশ নিয়ে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশে কত মানুষ হবে, তা জানি না। কিন্তু বিএনপি নেতারা সমাবেশে কী বলবে, সেটি আগেই নির্ধারণ করতে হবে। চলমান সমস্যা সমাধানে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করতে হবে। একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথ তৈরি করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার শুধু নির্বাচনের ক্ষমতা পাবে। কিন্তু অবস্থার পরিবর্তন করতে পারবে না।
ইয়ুথ ফোরামের উপদেষ্টা রোটারিয়ান এম নাজমুল হাসানের সভাপতিত্বে ও সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ শাহজাদা মিয়া, জাতীয় পার্টির নেতা আহসান হাবীব রিঙ্কন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ইসমাইল তালুকদার খোকন, আমীর হোসেন বাদশা প্রমুখ। তথ্য সূত্র আরটিভি নিউজ।