News update
  • Vegetable prices remain high, people buy in small quantities     |     
  • Off-season watermelon brings bumper crop to Narail farmers     |     
  • Climate Change Drives Deadly Floods, Storms, and Water Crises     |     
  • UN Advances Peace, Development Amid Global Challenges     |     
  • S Arabia, Pak ink defence pact after Israeli strike on Qatar     |     

দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে হবে

রাজনীতি 2022-05-28, 11:18pm

Bml 28 May 2022 meeting



ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ মুসলিম লীগের সাথে ১৪টি সমমনা রাজনৈতিক দলের এক অনানুষ্ঠানিক সভা আজ (২৮ মে ২০২২) বেলা ১১.০০টায় বাংলাদেশ মুসলিম লীগের পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় সভাপতি এ্যাড. বদরুদ্দোজা সুজার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

নেতৃবৃন্দ বলেন, জনগণ ২০১৪ এবং ২০১৮ সালের দুটি নির্বাচন দেখেছে। ২০১৪ সালে অধিকাংশ বিরোধী দল নির্বাচন বর্জন করে দেখেছে, ১৫৩জনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার অভূতপূর্ব নজীর। ক্ষমতাসীনদের সুষ্ঠু নির্বাচনের আশ্বাস আর নির্বাচন কমিশনের উপর বিশ্বাস রেখে ২০১৮ সালে নির্বাচনে অংশগ্রহণ করে পেয়েছে কারচুপির নতুন সংস্করণ মধ্যরাতের ভোট। আলোচিত দুটি নির্বাচনের মাধ্যমে একথা আজ প্রমাণিত সত্য যে বিরোধী দলগুলো কর্তৃক নির্বাচন বর্জন আর অংশগ্রহণমূলক যাই হোক না কেন ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোন সুযোগ নেই। ১৯৫৪ সালের নির্বাচনে তৎকালীন সময়ের ক্ষমতাসীন মুসলিম লীগ চরম ভাবে পরাজয় বরণ করেও ক্ষমতাসীন থেকে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার নজীর রেখে গেছে। পরবর্তীতে দেশের ইতিহাসে ক্ষমতাসীনদের নির্বাচনে পরাজিত হওয়ার উদাহরণ আর একটিও নেই। ১৯৭২ সালের পর অনুষ্ঠিত সকল নির্বাচনের মধ্যে দল-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলোই এখন পর্যন্ত সবচাইতে গ্রহণযোগ্য ও সুষ্ঠু ছিল বলে দেশের আপামর জনগণ দৃঢ় ভাবে বিশ্বাস করে। জনগণের বিশ্বাসের সাথে একমত পোষণ করেই সভায় নেতৃবৃন্দ বলেন, দল নিরপেক্ষ সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতিয় নির্বাচন আয়োজনের কোন বিকল্প নেই।

মুসলিম লীগ মহাসচিব কাজী আবুল খায়ের, নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার, স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম ও আনোয়ার হোসেন আবুড়ী এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলাদেশ কর্মসংস্থান আন্দোলনের চেয়ারম্যান খন্দকার দেলোয়ার, বাংলাদেশ আইডিয়াল পার্টির চেয়ারম্যান কে.এম ইব্রাহিম খলিল, ফেডারেল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক ড. এ.আর খান, ইসলামী সমাজতান্ত্রিক দলের চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান, লেবার পার্টির চেয়ারম্যান হাম্মাদুল্লাহ মেহেদী, মুসলিম সমাজের চেয়ারম্যান মাসুদ হোসেন, রিপাবলিকান পার্টির চেয়ারম্যান ফজলুর রহমান আমিনী, দেশপ্রেমিক নাগরিক পার্টির সভাপতি আহছানউল্ল্যাহ শামীম, দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের সভাপতি হারুন-উর রশীদ, বাংলাদেশ জাতিয় লীগের কার্যনির্বাহী সভাপতি ড. শাহরিয়ার ইফতেখার, বিএলডিপির ভাইস চেয়ারম্যান কবির হোসেন, গণতান্ত্রিক পার্টির মহাসচিব শওকত হোসেন, কল্যাণ পার্টির সাংগঠনিক সম্পাদক ইদ্রীস আলী প্রমুখ। - প্রেস বিজ্ঞপ্তি

বার্তা প্রেরক, কাজী এ.এ কাফী, অতিঃ মহাসচিব, ০১৮১৭০১৪৪৪০