News update
  • UNRWA Report on the Humanitarian Crisis in Gaza & West Bank     |     
  • Rail link with Khulna cut off as train derails in Chuadanga     |     
  • 3 killed, 10 injured in Pabna Bus-truck collision     |     
  • UN Chief Appalled as Gaza Crisis Deepens, Aid Blocked     |     
  • Dhaka’s air quality ‘moderate’ also on Friday morning     |     

কলাপাড়ায় ট্রলার চালক সমিতির অনির্দিষ্ট কালের ধর্মঘট

যোগাযোগ 2022-11-21, 11:13pm

fishing-trawlers-in-the-bay-of-bengal-c1b5572cf12715b6c467c6a0624386b91669050785.jpg

Fishing trawlers in the Bay of Bengal



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধ উপায়ে চাঁদা দাবী করায় ট্্রলার চালক সমিতি সোমবার সকাল থেকে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট পালন করছেন। এতে উপজেলার সাধারন ব্যবসায়ী সহ ট্রলার চালক সমিতির পরিবার গুলো হতাশাগ্রস্থ হয়ে পড়েছে।

ট্রলার চালক সমিতির সভাপতি মো. শাহাদাৎ মাঝি জানান, অন্তত: তিন বছর যাবৎ তিনি আন্ধারমানিক নদীতে ট্রলার চালিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দোকান-পাট গুলোতে মালামাল পৌঁছে দেন। এটা তার পেশা। এ উপার্জন দিয়ে সংসারের ব্যয় নির্বাহ করে আসছেন তিনি। এ ট্রলার চালনার সাথে অন্তত: অর্ধশত মানুষ জড়িত রয়েছে । হঠাৎ অজ্ঞাত ব্যক্তিরা ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করায় তাদের কেউ কেউ মালামাল ক্রয় বন্ধ করে দেন। এতে তারা ট্রলারে মালামাল না নিয়ে সড়ক পথে মালামাল নিয়ে যাচ্ছে। ফলে ট্রলার চালকরা অনেকটা বেকার হয়ে পড়েছেন।

একই সমিতির সাধারন সম্পাদক বাবুল মুসুল্লী জানান, লঞ্চ টার্মিনাল ইজারাদারএবং পৌরসভা দুই পক্ষই মুন্সীর ঘাটটি তাদের দাবী করে আসছেন।

পৌরসভার মেয়র ওই এলাকা টোলবিহীন বলে একটি সাইনবোর্ড সাটিয়ে দেন। অপরদিকে লঞ্চ টার্মিনাল যাদের ইজারায়, তাদের প্রতি সপ্তাহে ট্রলার প্রতি ২০০ টাকা করে দিতে হচ্ছে। অথচ কতিপয় লোকজন পুনরায় মালামাল লোড-আনলোডের এর জন্য টাকা আদায় করছেন । তারা এ ঘটনার প্রতিকার চেয়ে হয়রানি বন্ধের দাবী জানান কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মো. হুমায়ুন কবির জানান, মুন্সির ঘাট পৌরসভার নিয়ন্ত্রনে এবং এক সময় পৌরসভাই ইজারা দিত। বর্তমানে মানুষের সুবিধার কথা বিবেচনা করে সকলের জন্য উন্মুক্ত করে একটি সাইনবোর্ড দেয়া হয়েছে । সেক্ষেত্রে কেউ টাকা নিলে সেটা অবৈধ উপায়ে নিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

ব্যবসায়ী শ্যামল সাহা জানান, সোমবার থেকে পাইকাররা মালামাল কিনতে আসছেন না। এক শ্রেনীর মানুষের চাঁদা আদায়ের কারনে এলাকায় সাধারন ব্যবসায়ীরা বিপাকে পড়েছে ।

এ ব্যাপারে কলাপাড়া লঞ্চ টার্মিনাল ঘাট ইজারাদারের বক্তব্য নিতে তাকে বার বার ফোন দিয়েও তাকে সংযুক্ত করা যায়নি। - গোফরান পলাশ