News update
  • Intimidation or bloodshed cannot halt Bangladesh’s march to democracy     |     
  • Khaleda Zia integral to an important chapter in BD history: Yunus     |     
  • Enthusiasm marks Victory Day celebrations across Bangladesh     |     
  • Dhaka-Delhi ties deep; to be shaped by trust, dignity, mutual respect     |     
  • EU deploys election observation mission to Bangladesh     |     

রাষ্ট্রপতি কুচকাওয়াজে ৪৫ জন ক্যাডেটের কমিশন লাভ

স্টাফ করেস্পন্ডেন্ট মিলিটারি 2025-05-21, 5:16pm

11-6512bd43d9caa6e02c990b0a82652dca1747826176.jpg




যশোরের বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে ৮৬তম বাফা কোর্স, ডিরেক্ট এন্ট্রি-২০২৫এ, এসপিএসএসসি-২০২৫এ এবং বিএলপিসি-২০২৫এ কোর্সের ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ (গ্রীষ্মকালীন)-২০২৫ বুধবার অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন সালাম গ্রহণ করেন। তিনি নব-কমিশনপ্রাপ্ত অফিসারদের মাঝে পদক ফ্লাইং ব্যাজ বিতরণ করেন।

এই কুচকাওয়াজে অফিসার ক্যাডেট মোঃ মুতাসিম বিল্লাহ তানিম সামগ্রিক কৃতিত্বের জন্যসোর্ড অব অনারএবং জেনারেল সার্ভিস প্রশিক্ষণে শ্রেষ্ঠত্বের জন্যকমান্ড্যান্টস ট্রফিলাভ করেন। এছাড়া, অফিসার ক্যাডেট তাকি তাহমিদ নিলয় উড্ডয়ন প্রশিক্ষণে শ্রেষ্ঠত্বের জন্যবীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফিএবং অফিসার ক্যাডেট মাহাদী হাসান তালহা (গ্রাউন্ড ব্রাঞ্চ) ‘বিমান বাহিনী প্রধানের ট্রফিঅর্জন করেন। বছরবীর উত্তম কে খন্দকার স্কোয়াড্রনচ্যাম্পিয়ন হয়ে একাডেমি পতাকা লাভ করে।

প্রধান অতিথি তার বক্তব্যে একাত্তরের শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং কিলো ফ্লাইটের বীর সদস্যদের অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, দেশের প্রয়োজনে বিমান বাহিনী সর্বদা জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। উন্নত প্রশিক্ষণ আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিমান বাহিনী এখন আন্তর্জাতিক অঙ্গনেও স্বীকৃতি অর্জন করেছে।

অনুষ্ঠানে জন মহিলা ক্যাডেটসহ মোট ৪৫ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। আনুষ্ঠানিক কুচকাওয়াজের নেতৃত্ব দেন একাডেমি সিনিয়র আন্ডার অফিসার মোঃ মুতাসিম বিল্লাহ তানিম।

অনুষ্ঠান শেষে বিমান বাহিনীর বিভিন্ন বিমানের ফ্লাইপাস্ট, আকর্ষণীয় অ্যারোবেটিক ডিসপ্লে এবং প্যারাট্রুপারদের হেলিকপ্টার থেকে প্যারা জাম্পিং প্রদর্শনী সকলকে মুগ্ধ করে।

অনুষ্ঠানে কূটনৈতিক প্রতিনিধি, সামরিক বেসামরিক কর্মকর্তারা ছাড়াও নব কমিশনপ্রাপ্তদের অভিভাবক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তথ্যসূত্র: আইএসপিআর