গাজায় মানবিক ত্রাণ নিয়ে যাওয়া সুমুদ ফ্লোটিলার আটক হওয়া পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গসহ আরও ১৭০ জন কর্মীকে ইউরোপে পাঠিয়েছে ইসরায়েল। এই নিয়ে দ্বিতীয়বারের মতো সমুদ্রপথে গাজায় পৌঁছাতে ব্যর্থ হয়েছেন গ্রেটা থুনবার্গ। খবর বিবিসির।
ইসরায়েল জানিয়েছে, এই ১৭১ জন কর্মীকে ইউরোপের দেশ গ্রিস ও স্লোভাকিয়ায় পাঠানো হয়েছে। তাদের মধ্যে গ্রিস, ইতালি, ফ্রান্স, আয়ারল্যান্ড, সুইডেন, পোল্যান্ড, জার্মানি, বুলগেরিয়া, লিথুয়ানিয়া, অস্ট্রিয়া, লুক্সেমবার্গ, ফিনল্যান্ড, ডেনমার্ক, স্লোভাকিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, যুক্তরাজ্য, সার্বিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছেন।
গত সপ্তাহে ইসরায়েল যখন গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটক করেছিল, তখন প্রায় ৪৭০ জন বেসামরিক নাগরিক নৌকায় ছিলেন।
ইতোমধ্যেই বহিষ্কার হওয়া ফ্লোটিলার কিছু সদস্য দাবি করেছেন, ইসরায়েলি আটক থাকাকালীন তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছিল।
তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ‘এক্স’-এ (সাবেক টুইটার) এক পোস্টে ফ্লোটিলাকে ‘জনসংযোগ স্টান্ট’ বলে অভিহিত করে বলেছে, আটককৃত সবার আইনি অধিকার সমুন্নত রাখা হয়েছে। মন্ত্রণালয় উল্টো আটককৃতদের বিরুদ্ধে ‘মিথ্যা ছড়ানোর’ অভিযোগ তুলেছে।