News update
  • Dhaka’s air recorded ’moderate’ Sunday morning     |     
  • Clashes in Hathazari over FB post; Section 144 imposed     |     
  • Total Lunar Eclipse to Be Visible Sunday Night     |     
  • 5 killed when bus plunged in Laxmipur canal     |     
  • Dhaka loses $1.48 bn annually in remittance outflows: NALA     |     

ইসলামী ব্যাংকের শেয়ার সংশ্লিষ্টতার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

গ্রীণওয়াচ ডেস্ক ব্যাঙ্কিং 2025-09-04, 6:16am

b31e1cfe45cc31423bbf206dd27fac7d274004eccc23dba0-79fa1de9b1fb110e8362b8a90b32c2511756945001.jpg




শেয়ার কোম্পানি খুলে এস আলম নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকের ৮২ শতাংশ শেয়ার সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৩ সেপ্টেম্বর) এ বিষয়ে এক রিট আবেদনের শুনানিতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) এমন নির্দেশনা দিয়েছেন আদালত।

রিটে ২৪টি শেয়ার কোম্পানি খুলে ইসলামী ব্যাংকের ৮২ শতাংশ শেয়ার এস আলমের নিজের নামে নিয়ে নেয়ার অভিযোগ আনা হয়েছে। এতে আরও বলা হয়, এস আলম এই শেয়ার কবজায় নিয়ে ইসলামি ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরের নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং উক্ত বোর্ডের মাধ্যমে বিভিন্ন নামে-বেনামে লোন প্রদানের মাধ্যমে ১ লাখ কোটি টাকার লোন আত্মসাৎ করে।

রিটে অভিযোগ করা হয়, আইন অনুযায়ী কোনো পরিবার ৫ শতাংশের বেশি মালিকানা নেয়ার সুযোগ নেই। কিন্তু এস আলম গ্রুপ আত্মীয়-স্বজন দিয়ে এসব শেয়ার নিয়েছে বলেও রিটে উল্লেখ করা হয়। এ ঘটনায় বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউকে রুলের জবাব দিতে বলা হয়েছে।