News update
  • Uttara aircraft crash: Death toll rises to 19, over 50 hurt     |     
  • Air Force F-7 Jet Crashes in Dhaka’s Diabari      |     
  • Fresh low pressure area likely over Bay on July 24: BMD     |     
  • Dhaka’s air again turns ‘unhealthy for sensitive groups’     |     
  • Inheritance rows delay paying govt support to July martyrs     |     

সমাবেশের পর সোহরাওয়ার্দী উদ্যান পরিষ্কারে নেমেছে জামায়াত

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2025-07-20, 6:10am

thumb_for_2_soja_2-1aa18dfeff2f57704e4ab0adab9323e11752970238.jpg




রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ শেষে পরিষ্কার অভিযান শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় এ তথ্য জানান জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে শফিকুল ইসলাম মাসুদ লিখেন, আমরা সোহরাওয়ার্দী উদ্যান মাঠ পরিষ্কার কর্মসূচি শুরু করছি। পরিপূর্ণভাবে পরিষ্কার করে দেব ইনশাআল্লাহ। 

উল্লেখ্য, রাজধানীর  সোহরাওয়ার্দী উদ্যানের ৭ দফা দাবিতে জাতীয় সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। যেখানে সভাপতিত্ব করবেন দলটির আমির ডা. শফিকুর রহমান। দুপুর ২ টায় শুরু হবে এর আনুষ্ঠানিক কার্যক্রম। এর আগে সকাল থেকেই ‘নারায়ে তাকবীর আল্লাহু আকবার’ ও ‘দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা’ স্লোগানে জড়ো হতে থাকে লাখো নেতাকর্মী। ফলে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে সংস্কৃতি অনুষ্ঠান।