News update
  • BB Buys $313m to Stabilise Falling Dollar Rate     |     
  • UK Firms Eye Bangladesh for New Investment Sectors     |     
  • Gaza: 875 Killed Seeking Food Amid Blockade, Says UN     |     
  • 14m children did not receive a single vaccine in 2024: UN      |     
  • UN Extends Yemen Mission as Red Sea Tensions Escalate     |     

সংসদ সচিবালয়ের নতুন সচিব কানিজ মওলা

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2025-07-15, 6:19am

26ef53ce0e261f2e785f0671ecd54c166a67f28fdf4dcf8f-b1431fc201ae77197306d9686b09932e1752538789.jpg




জাতীয় সংসদ সচিবালয়ের নতুন সচিব নিয়োগ পেয়েছেন বাস্তবায়ন, পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) অতিরিক্ত সচিব কানিজ মওলা।

সোমবার (১৪ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনে জানানো হয়, অতিরিক্ত সচিব কানিজ মওলাকে সচিব পদে পদোন্নতির পর এ নিয়োগ দেয়া হয়।

সংসদ সচিবালয়ের সচিব মিজানুর রহমানের চাকরির মেয়াদ গত ১৬ জুন শেষ হয়েছে।