News update
  • FAO Warns of ‘Silent Crisis’ as Land Loss Threatens Billions     |     
  • Indices tumble on both bourses amid broad-based sell-off     |     
  • BNP Names 237 Possible Candidates for Polls     |     
  • Bangladeshi leader of disabled people of world Dulal honoured     |     
  • UN Report Warns Inequality Fuels Global Pandemic Vulnerability     |     

নতুন স্কটিশ আইনে সকলের জন্য পিরিয়ড পণ্য বিনামূল্যে প্রাপ্তির ব্যবস্থা

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2022-08-18, 8:38am




যে কোনও ব্যক্তি প্রয়োজন অনুসারে যাতে বিনামূল্যে পিরিয়ড পণ্যসমুহ পেতে পারেন তা নিশ্চিত করে স্কটল্যান্ডে একটি আইন কার্যকর হয়েছে।

স্কটিশ সরকার বলেছে, সোমবার পিরিয়ড প্রোডাক্টস অ্যাক্ট কার্যকর হওয়ার পর এটিই বিশ্বে প্রথম আইন, যেখানে ব্যক্তির বিনামূল্যে পিরিয়ড সময়ের পণ্য পাওয়ার আইনগত অধিকার রক্ষা করা হয়েছে।

নতুন আইন অনুযায়ী, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং স্থানীয় সরকারী সংস্থাগুলিকে অবশ্যই তাদের বাথরুমে বিনামূল্যে ট্যাম্পন এবং স্যানিটারি প্যাডের মতো বিভিন্ন পিরিয়ডকালীন পণ্য সরবরাহ করতে হবে। যদিও স্কটিশ সরকার ইতোমধ্যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিনামূল্যে পিরিয়ডের এই পণ্যগুলির অর্থায়নের জন্য ২০১৭ সাল থেকে লক্ষ লক্ষ পাউন্ড বিনিয়োগ করে যাচ্ছে। তবুও এই আইন বিষয়টিকে আইনগত ভাবে বাধ্যতামূলক করলো।

একটি মোবাইল ফোন অ্যাপ মানুষকে নিকটতম স্থান খুঁজে পেতে সাহায্য করবে

- যেমন স্থানীয় লাইব্রেরি বা কমিউনিটি সেন্টার যেখানে তাদের প্রয়োজনীয় এই পিরিয়ড পন্য গুলো পাওয়া যাবে।

স্কটিশ সামাজিক ন্যায়বিচার সচিব সোনা রবিসন বলেন,

"এটি এমন এক গুরুত্বপূর্ণ সময় যখন লোকজন জীবনযাত্রার ব্যয়-সংকটের কারণে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে । আমরা কখনই চাই না যে কেউ এমন অবস্থানে থাকুক যেখানে তারা পিরিয়ড পণ্যগুলির নাগাল পেতে পারছে না”।

২০২০ সালে সর্বসম্মতিক্রমে পাস হওয়া এই প্রস্তাব , স্কটিশ পার্লামেন্টের আইনপ্রণেতা মনিকা লেনন দ্বারা প্রবর্তিত হয়েছিল। তিনি "পিরিয়ড দারিদ্রের" বিরুদ্ধে প্রচারণা চালিয়েছিলেন - যখন প্রয়োজনীয় স্যানিটারি পণ্যগুলি কেউ তাদের সামর্থ্যের মধ্যে কিনতে পারে না।

লেনন সোমবার এক টুইটে বলেন, " আমরা স্কটল্যান্ডে যা অর্জন করেছি তার জন্য গর্বিত। আমরাই প্রথম, কিন্তু শেষ নই”।

স্কটিশ সরকার বলেছে, পদক্ষেপটি নিয়ে তারা বিশ্বে নেতৃত্ব শুরু করলেও দক্ষিণ কোরিয়া এবং নিউজিল্যান্ডসহ দেশগুলিও একই রকম পন্থা গ্রহণ করছে। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।