News update
  • Body of Osman Hadi Returns to Dhaka From Singapore Late     |     
  • Fakhrul condemns attacks on media, calls for unity, justice     |     
  • 2 cops among 4 hurt in clash outside Indian Assit H.C. in Ctg     |     
  • Inqilab Moncho urges people to avoid violence     |     
  • Hadi’s death: Prothom Alo, Daily Star offices set afire      |     

সিলেটে টানা বৃষ্টিতে টিলা ধস, ২ সন্তানসহ বাবা-মায়ের মৃত্যু

গ্রীণওয়াচ ডেস্ক বিপর্যয় 2025-06-01, 8:03am

32ec665549a3cf43634b3e023d3d413e68ec9a245c24bed5-ae3a3073be3b33e676bdd53ff11f352e1748743429.jpg




সিলেটের গোলাপগঞ্জে টানা বৃষ্টিতে টিলা ধসে দুই সন্তানসহ বাবা ও মায়ের মৃত্যু হয়েছে।

রোববার (০১ জুন) ভোর ৪টার দিকে উপজেলার ৭নং লক্ষণাবন্দ বখতিয়ার ঘাটে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক মৃতদের নাম পরিচয় জানা যায়নি।

জানা যায়, শনিবার (৩১ মে) রাত ৩টার দিকে টানা বৃষ্টির পর হঠাৎ একটি পুরোনো টিলা ধসে পড়ে। এতে টিলার পাদদেশের একটি ঘর মাটির নিচে চাপা পড়ে। ওই ঘরে স্বামী-স্ত্রীসহ ওই চারজন মাটিচাপা পড়েন। চিৎকার শুনে স্থানীয়রা মাটি সরানোর চেষ্টা করেন, তবে তারা ব্যর্থ হন। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিস পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল থেকে একে তাদের মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে এখনো উদ্ধার অভিযান চলছে।

এ তথ্য নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্লা।

তিনি বলেন, টিলা ধসের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এ ঘটনায় দুই সন্তানসহ বাবা ও মায়ের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হবে বলে জানান ওসি। সময়।