News update
  • Bangladesh cuts fuel prices by Tk 2 a litre at start of 2026     |     
  • Stocks advance at DSE, CSE in early trading     |     
  • In grief, Tarique Rahman finds family in the nation     |     

উত্তরা ইপিজেডে সাড়ে ৮ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে বাংলাদেশী কোম্পানি

বিনিয়োগ 2022-06-29, 7:31pm




উত্তরা রফতানি প্রক্রিয়করণা জোনে (ইউইপিজেড) তৈরি পোশাক শিল্প স্থাপনে বাংলাদেশী কোম্পানি মেসার্স টেক্সাস ক্লথিং লিমিটেড ৮ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে।

রাজধানীর বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ জোন কর্তৃপক্ষ এবং মেসার্স টেক্সাস ক্লথিং লিমিটেডের মধ্যে আজ এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে বেপজা ও মেসার্স টেক্সাস ক্লথিং লিমিটেডের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

বেপজার সদস্য (ইনভেস্টমেন্ট প্রমোশন) আলী রেজা মজিদ এবং মেসার্স টেক্সাস ক্লথিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফরহাদ হোসেন নিজ নিজ কোম্পানির পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

কারখানায় ওভেন শার্ট, ডেনিম প্যান্ট,জ্যাকেট এবং ওভেন বোতামের মতো বছরে ৭ মিলিয়ন বিভিন্ন গামর্ন্টে আইটেম উৎপাদিত হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদস্য (ইঞ্জিনিয়ারিং) মোহাম্মদ ফারুক আলম, নির্বাহী পরিচালক (জনসংযোগ) নাজমা বিন্তে আলমগীর এবং নির্বাহী পরিচালক (ইনভেস্টমেন্ট প্রমোশন) মো. তানভির হোসেন উপস্থিত ছিলেন । তথ্য সূত্র বাসস।