News update
  • Inflation Dips to 8.29% in August, Lowest in 3 Years     |     
  • Eminent writer Badruddin Umar passes away     |     
  • Dhaka’s air recorded ’moderate’ Sunday morning     |     
  • Clashes in Hathazari over FB post; Section 144 imposed     |     
  • Total Lunar Eclipse to Be Visible Sunday Night     |     

অনির্দিষ্টকাল ছুটি ঘোষণা পবিস কর্মীদের, বিদ্যুৎ বিপর্যয়ের শঙ্কা

গ্রীণওয়াচ ডেস্ক বিদ্যুৎ 2025-09-07, 1:28am

img_20250907_012422-7dcf5b533ab68fb9adf5d71788e3985e1757186888.jpg




পল্লী বিদ্যুতের কাঠামোগত সংস্কার, চাকরি সংক্রান্ত বৈষম্য দূরীকরণ এবং হয়রানিমূলক পদক্ষেপ বন্ধসহ চার দফা দাবিতে আগামী রোববার (৮ সেপ্টেম্বর) থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য গণছুটিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।

শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের সহদপ্তর সম্পাদক অঞ্জু রানী মালাকার।

তিনি বলেন, একাধিকবার কমিটি গঠনসহ সংকট সমাধানে সরকারের পক্ষ থেকে বিভিন্ন আশ্বাস দেওয়া হলেও বিদ্যুৎ মন্ত্রণালয় কোনোটিই বাস্তবায়ন করেনি। আন্দোলনে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুতি, বদলি, বরখাস্তসহ নানা শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে, যা কার্যত হয়রানিমূলক। এর ফলে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অন্যায়ভাবে চাকরিচ্যুত ও বরখাস্ত হওয়া কর্মকর্তা-কর্মচারীদের বরখাস্তের আদেশ বাতিল করতে হবে। একই সঙ্গে, পল্লী বিদ্যুতায়ন বোর্ডে কর্মরত দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়।