News update
  • 2 killed as bus hits CNG near Hanif Flyover, Jatrabari     |     
  • Fourth-Generation Nuclear Survivor Urges Global Justice     |     
  • Coast Guard project revised to fill facility, logistics gaps     |     
  • As debate over the location of climate conference razes on, will COP fail this time too?     |     
  • UN Rights Office Warns of Gaza Escalation, West Bank Annexation     |     

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রকে অস্থিতিশীল করার পাঁয়তারা?

বিদ্যুৎ 2025-09-03, 10:33pm

oliur-rahman-nipukl-president-of-swapnet-thikana-residential-project-held-a-press-conference-against-alleged-move-to-destabilise-payra-thermal-power-plant-on-wednesday-2c2752a9e792b6d28f2764be19f6bdd21756917235.jpg

Oliur Rahman Nipukl, President of Swapnet Thikana residential project held a press conference against alleged move to destabilise Payra thermal Power Plant on Wednesday.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় ১৩২০ মেগা ওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রকে অস্থিতিশীল করার পাঁয়তারা করে গণধিকার পরিষদের দলীয় রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে আলোচিত ছাত্র অধিকার পরিষদ নেতা রবিউল আউয়াল অন্তরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন  আবাসন প্রকল্প 'স্বপ্নের ঠিকানা' পরিচালনা কমিটির সভাপতি মো. অলিউর রহমান নিপুল। 

বুধবার দুপুরে কলাপাড় প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ১৩০ পরিবারের বেশ ক'জন সদস্য উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিপুল বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের নাম ভাঙ্গিয়ে উদ্দেশ্য প্রণোদিত হবে রাষ্ট্রের সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্রকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে রবিউল আউয়াল অন্তর। তার ৮ দফা দাবি কিংবা ব্লকেড কর্মসূচির সাথে আমরা কোনভাবেই সম্পৃক্ত নই। অন্তর এর আগে ও গুম নাটকের মত নোংরামি করেছে।

সংবাদ সম্মেলনে নিপুলের দাবি, আলোচিত রবিউল আউয়াল অন্তর রাজনৈতিক উদ্দেশ্যে ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য আমাদের না জানিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সাইনবোর্ড ব্যবহার করে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে চক্রান্ত করছেন। অথচ তিনি আমাদের আবাসনের কেউ নন।

তাপ বিদ্যুৎ কেন্দ্রের পক্ষ অবলম্বন করে সংবাদ সম্মেলন করছেন কিনা? এমন প্রশ্নের জবাবে ক্ষতিগ্রস্ত পরিবারের কল্যাণে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র গৃহীত পদক্ষেপের ফিরিস্তি তুলে ধরেন। এবং তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ কর্তৃক অন্তরের চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে বলে সাংবাদিকদের অবগত করেন। 

এ বিষয়ে ছাত্রধিকার পরিষদ নেতা রবিউল আউয়াল অন্তরের বক্তব্য জানা যায়নি।

প্রসঙ্গত, ২৮ আগস্ট ২০২৫ আলোচিত ছাত্র অধিকার পরিষদ নেতা রবিউল আউয়াল অন্তর ৮ দফা দাবি পূরণে সাত দিনের আল্টিমেটাম দিয়ে সংবাদ সম্মেলন করেন। দাবি পূরণ না হলে তিনি ব্লকেড কর্মসূচি দেয়ার কথা বলেন। - গোফরান পলাশ