News update
  • Bangladesh criticises Rajnath remarks on Yunus     |     
  • ‘Very unhealthy’ air quality recorded in Dhaka Sunday morning     |     
  • Harassment, corruption shade Begum Rokeya University, Rangpur     |     
  • Sikaiana Islanders Face Rising Seas and Uncertain Future     |     
  • BD Election Commission to begin political dialogue this week     |     

ফলোয়ার সরিয়ে নিচ্ছে ফেসবুক, ঘটনা কী

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-11-09, 2:59pm

e4treww3r4wer-229023a4ab902db84364543fe715bc0e1762678744.jpg




সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম জনপ্রিয় প্লাটফর্ম ফেসবুক।   ফেসবুক ব্যবহার করেন না এমন মানুষ কমই আছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটিতে যখন ইচ্ছা অনুভূতি শেয়ার করছেন। ফেসবুকে আপনার অসংখ্য বন্ধু এবং ফলোয়ার রয়েছে নিশ্চয়ই। তবে খুব শিগগির আপনার প্রোফাইল আর কেউ ফলো করতে পারবেন না এবং আপনার আইডিতে আর ফলোয়ারও থাকবে না।

এরই মধ্যে ফেসবুক ব্যক্তিগত প্রোফাইলের পাবলিক ফলোয়ার থাকার ক্ষমতা সরিয়ে নিয়েছে। ভবিষ্যতে সবার ক্ষেত্রেই এটি কার্যকর হবে। যার ফলে ফলোয়ার তালিকা থাকবে না। পাবলিক ফলোয়ার থাকা এবং ইনসাইটস এর মতো ক্রিয়েটর টুলগুলোতে অ্যাক্সেস পেতে, ব্যবহারকারীদের তাদের ব্যক্তিগত প্রোফাইলটি পেশাদার মোডে স্যুইচ করতে হবে।

আপনি যদি স্যুইচ না করেন, তাহলে আপনার প্রোফাইলটি ব্যক্তিগত হয়ে যাবে এবং আপনি কেবল বন্ধুদের কাছে দৃশ্যমান হবেন। অর্থাৎ আগে আপনাকে যারা ফলো করতেন এবং আপনার ফলোয়ার তালিকায় ছিলেন তারা আর আপনার পোস্ট দেখতে পাবেন না।

এখন প্রশ্ন আসতে পারে কেন এমনটা করছে ফেসবুক? এর বেশ কয়েকটি কারণ আছে। আসুন জেনে নেওয়া যাক-

প্ল্যাটফর্ম পরিবর্তন

ফেসবুক ব্যক্তিগত প্রোফাইলগুলোকে পাবলিক ফলোয়ারদের থেকে সরিয়ে নিচ্ছে। পাবলিক ফলোয়ার সংখ্যা শুধু পেশাদার অ্যাকাউন্টগুলির জন্য উপলব্ধ থাকবে।

পেশাদার মোডকে উৎসাহিত করা

এই পরিবর্তনটি এমন ব্যবহারকারীদের উৎসাহিত করে যারা পাবলিক ফলোয়ার চান, পেশাদার মোডে স্যুইচ করতে, যা স্রষ্টার সরঞ্জাম এবং নগদীকরণ বিকল্পগুলোতে অ্যাক্সেস দেয়।

স্বয়ংক্রিয় সুইচ: যদি আপনি নির্ধারিত সময়সীমার মধ্যে কোনো পছন্দ না করেন (যা পেরিয়ে গেছে, কিন্তু রোলআউট চলছে), তাহলে আপনার প্রোফাইল স্বয়ংক্রিয়ভাবে পেশাদার মোডে স্যুইচ হবে যাতে পাবলিক ফলোয়াররা সংরক্ষণ করা যায়।

এরই মধ্যে ফেসবুক অনেককেই নোটিফিকেশ পাঠিয়েছে। যেখানে পেশাদার মোড চালু করার অপশন দিয়েছে। আপনি যদি পাবলিক ফলোয়ারদের ধরে রাখতে চান তাহলে আপনাকে পেশাদার মোড চালু করতে হবে। এটি আপনাকে পাবলিকলি অনুসরণ করতে সাহায্য করবে এবং আপনি ক্রিয়েটর টুলগুলোতে অ্যাক্সেস পাবেন।

আর যদি আপনার প্রোফাইল গোপন রাখতে চান তাহলে আপনি একটি নিয়মিত প্রোফাইল ব্যবহার করতে পারেন। এতে আপনার আর পাবলিক ফলোয়ার থাকবে না। শুধু আপনার বন্ধুরা আপনার কন্টেন্ট দেখতে পারবে।আরটিভি/