News update
  • UN Calls for Calm in Bangladesh After Protest Leader’s Killing     |     
  • DMP issues 7 traffic directives for Osman Hadi’s Janaza     |     
  • Vested quarter fuelling chaos to impose new fascism: Fakhrul     |     
  • Hadi’s namaz-e-janaza at 2:30pm Saturday     |     
  • Jashore’s Gadkhali blooms with hope; flowers may fetch Tk4 bn      |     

চ্যাটজিপিটির নতুন ফিচার চালু

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-10-13, 6:34am

f156f2186c829048427160d8497fd652d36bad79ffa91cb3-367944d51d406a23242ea1bf3b95a8c01760315664.png




বিশ্বখ্যাত জেনারেটিভ এআই মডেল চ্যাটজিপিটি এখন থেকে সরাসরি স্পটিফাই, বুকিং.কম ও অন্যান্য জনপ্রিয় অ্যাপের সঙ্গে কাজ করতে পারবে। এ নতুন ফিচার সোমবার (৬ অক্টোবর) ওপেনএআই কর্তৃক আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে।

সানফ্রান্সিসকো থেকে এএফপি জানায়, নতুন ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাটভিত্তিক কথোপকথনের মধ্যেই মিউজিক চালানো, হোটেল বা ফ্লাইট বুকিং করা, রিয়েল এস্টেট সার্চ করা এবং আরও অনেক কাজ করতে পারবেন।

ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান বার্ষিক ‘ডেভেলপার ডে’ অনুষ্ঠানে এই নতুন টুল উদ্বোধন করেন।

তিনি বলেন, ‘অ্যাপ এসডিকে (SDK) চ্যাটজিপিটিকে তৃতীয় পক্ষের বিভিন্ন অ্যাপের সঙ্গে সংযুক্ত করতে সহায়তা করবে, যা ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও ইন্টার‌্যাকটিভ করবে।’

প্রথম ধাপে বুকিং.কম, ক্যানভা, কোর্সেরা, ফিগমা, এক্সপিডিয়া, স্পটিফাই ও জিলো চ্যাটজিপিটির সঙ্গে কাজ শুরু করেছে। বছরের শেষের দিকে উবার, অলট্রেইলস ও ডোরড্যাশ যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

তবে ইউরোপে এই ফিচার এখনও চালু করা হয়নি, কারণ সেখানে এআই ব্যবহারে নিয়মনীতি কড়া এবং বৈধতা প্রক্রিয়া আরও কঠোর।

নতুন এই ইন্টিগ্রেশন ফিচার চ্যাটজিপিটিকে আরও শক্তিশালী ডিজিটাল সহকারী হিসেবে গড়ে তুলবে। ব্যবহারকারীরা এখন চ্যাটের মধ্যেই ম্যাপ দেখা, প্লেলিস্ট সাজানো এবং অ্যাপ-ভিত্তিক ফিচার ব্যবহার করতে পারবেন।

উদাহরণস্বরূপ, ব্যবহারকারী বলে উঠবেন:

‘স্পটিফাই, এই শুক্রবারের পার্টির জন্য একটা প্লেলিস্ট তৈরি করো।’

এরপর স্পটিফাই সরাসরি চ্যাটের মধ্যেই সে অনুরোধের সাড়া দেবে।

ওপেনএআই জানিয়েছে, বর্তমানে প্রতি সপ্তাহে প্রায় ৮ কোটি মানুষ চ্যাটজিপিটি ব্যবহার করেন। এই নতুন ফিচার চালু হওয়ার ফলে এটি একটি পরিপূর্ণ ডিজিটাল সহকারী হিসেবে আরও বেশি কার্যকর হবে।