News update
  • ‘Unhealthy’ air quality was recorded in Dhaka on Sunday     |     
  • What we know about one of Hadi's assassination attempters     |     
  • United States and Bangladesh Launch Money Laundering Bench Book     |     
  • 6 BD peacekeepers killed, 8 hurt in attack on Sudan UN Base     |     
  • Burglary at Hadi’s village home in Jhalokathi      |     

নতুন সব ফিচার নিয়ে বদলে যাচ্ছে হোয়াটসঅ্যাপ

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-04-23, 8:16am

werwerqwe-0b1befe6c35858483ac46089557639a11745374564.jpg




মেটার মালিকানাধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ব্যবহার করেন এই অ্যাপ। এর মাধ্যমে ব্যবহারকারীদের ছবি, এবং ভিডিও শেয়ার করতে পোল পরিচালনা করা যায়। এ ছাড়া ব্যক্তিগত কাজ ছাড়াও ব্যবসায়িক, অফিসের কাজে এই অ্যাপটি নিয়মিত ব্যবহার করা হচ্ছে। প্রতিনিয়তই ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে হাজির হয় হোয়াটসঅ্যাপ। এসব পরিবর্তনে অ্যাপটি আরও বেশি জনপ্রিয় হবে বলে মনে করা হচ্ছে।

টেলিগ্রাম ও ডিসকর্ডের মতো জনপ্রিয় অ্যাপগুলোর সঙ্গে পাল্লা দিতে চ্যাট, কল ও চ্যানেল ফিচারে বড় ধরনের পরিবর্তন এনেছে হোয়াটসঅ্যাপ। টেকরাঞ্চের প্রতিবেদন থেকে জানা যায় ব্যবহারকারীদের আরও সহজ, স্মার্ট ও উন্নত অভিজ্ঞতা দিতে নতুন এসব ফিচার চালু করেছে প্রতিষ্ঠানটি।

গ্রুপ চ্যাট: এখন থেকে হোয়াটসঅ্যাপে গ্রুপ চ্যাটের ওপরেই দেখা যাবে অনলাইনে থাকা সদস্যদের সংখ্যা। এতে করে সহজেই বোঝা যাবে কে কে অনলাইনে আছেন।

নোটিফিকেশন কাস্টমাইজেশন: ‘নোটিফাই ফর’ নামের নতুন সেটিংসে ব্যবহারকারীরা বেছে নিতে পারবেন কোন কোন ক্ষেত্রে তারা নোটিফিকেশন পেতে চান—মেনশন, রিপ্লাই, সেভ করা কন্টাক্ট বা সব কিছু।

আইফোন ব্যবহারকারীদের জন্য বিশেষ সুবিধা: আইফোনে অ্যাটাচমেন্ট অপশনের মাধ্যমে এখন থেকে সরাসরি ডকুমেন্ট স্ক্যান, ক্রপ ও সেভ করা যাবে ‘স্ক্যান ডকুমেন্ট’ ফিচার ব্যবহার করে। পাশাপাশি হোয়াটসঅ্যাপকে আইফোনের ডিফল্ট মেসেজিং ও কলিং অ্যাপ হিসেবে সেট করার সুযোগ মিলবে। ভিডিও কলে জুম ইন করার ফিচারও যুক্ত হয়েছে।

আরও উন্নত ভিডিও কলিং প্রযুক্তি: হোয়াটসঅ্যাপ জানায়, নতুন প্রযুক্তির মাধ্যমে ভিডিও কলের মান উন্নত করা হয়েছে। এতে কল ড্রপ ও ভিডিও ফ্রিজিং কমে যাবে। উন্নত ব্যান্ডউইডথ ডিটেকশনের মাধ্যমে এখন এইচডি মানের ভিডিও কল করা যাবে।

চ্যানেলে ভিডিও ও ভয়েস সারাংশ: চ্যানেল ফিচারেও এসেছে উল্লেখযোগ্য আপডেট। এখন অ্যাডমিনরা ছোট ভিডিও রেকর্ড করে ফলোয়ারদের সঙ্গে শেয়ার করতে পারবেন। চ্যানেলের কিউআর কোড শেয়ারের সুবিধা মিলেছে। এছাড়া ভয়েস মেসেজের লিখিত সারাংশ দেখা যাবে, যা ব্যস্ত সময়ে দ্রুত আপডেট পেতে সাহায্য করবে।

ইভেন্ট তৈরি এবং অ্যাড টু কল অপশন: শুধু গ্রুপেই নয়, এখন থেকে ১:১ চ্যাটেও ইভেন্ট তৈরি করা যাবে। এতে আরএসভিপি হিসেবে ‘মেবি’ অপশন, অতিথি আনতে ‘প্লাস ওয়ান’ সুবিধা, তারিখ ও সময় যুক্ত করার পাশাপাশি ইভেন্ট পিন করার সুযোগ থাকছে। অন্যদিকে, ১:১ কলে অন্য কাউকে যুক্ত করতে স্ক্রিনের ওপরের কল আইকনে ট্যাপ করে ‘অ্যাড টু কল’ অপশন সিলেক্ট করলেই হবে।

সব মিলিয়ে মেসেজিং অ্যাপগুলোর তুলনায় হোয়াটসঅ্যাপের নতুন এই আপডেটগুলো প্রযুক্তিপ্রেমীদের বেশ টানবে বলা যায়। হোয়াটসঅ্যাপের নতুন ফিচারগুলো ব্যবহারকারীদের কাজ অনেকটাই সহজ করবে ভাবছেন প্রযুক্তিবিদরা।