News update
  • UNRWA Situation Report on Crisis in Gaza & Occupied West Bank     |     
  • Intimidation or bloodshed cannot halt Bangladesh’s march to democracy     |     
  • Khaleda Zia integral to an important chapter in BD history: Yunus     |     
  • Enthusiasm marks Victory Day celebrations across Bangladesh     |     
  • Dhaka-Delhi ties deep; to be shaped by trust, dignity, mutual respect     |     

অপো’র ১০ বছর পূর্তি উপলক্ষে এ৩এক্স হ্যান্ডসেটের উপর অফারের ঘোষণা

মূল্যছাড় ও বাই ওয়ান গেট ওয়ান

বিকেডি আবির, ঢাকা বিজ্ঞান ও প্রযুক্তি 2024-12-06, 8:37am

img_20241206_083416-95aa0ea75ff87183d134208a902a54ce1733452647.jpg




অপো ফ্যানস ফেস্টিভ্যালের অংশ হিসেবে ও বাংলাদেশে অপো’র ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গ্রাহকদের জন্য এসেছে দারুণ সব অফার। ‘ডিউরেবিলিটি চ্যাম্পিয়ন’ স্মার্টফোন অপো এ৩এক্স-এর সাথে থাকছে এই অনন্য সুযোগ।

অপো এ৩এক্স-এর (৪জিবি+৬৪জিবি) এখন পাওয়া যাচ্ছে মাত্র ১৩,৯৯০ টাকায়, যার পূর্বের মূল্য ছিল ১৪,৯৯০ টাকা। এছাড়া, আগামী ৫ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত অপো এ৩এক্স কিনলেই অংশ নিতে পারবেন এক বিশেষ লটারিতে। এই লটারির মাধ্যমে একজন ভাগ্যবান গ্রাহক পাবেন “বাই ওয়ান গেট ওয়ান” অফার। এছাড়া প্রতিটি অপো এ৩এক্স-এর সঙ্গে রয়েছে এক্সক্লুসিভ অ্যাক্সেসরি সেট এবং দুই বছরের কমপ্লিমেন্টারি ওয়ারেন্টি।

ব্যবহারকারীদের জন্য নির্ভরযোগ্য অভিজ্ঞতা নিশ্চিত করতে এই ডিভাইসটি ডিজাইন করা হয়েছে। এর মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স প্রযুক্তি কঠিন পরিস্থিতিতেও ডিভাইসকে টেকসই রাখে। এছাড়া এর মাল্টিপল লিকুইড রেজিস্ট্যান্স ও স্প্ল্যাশ টাচ প্রযুক্তি ডিভাইসকে তরলের পদার্থের ছিটা থেকে সুরক্ষা দেয়। পাশাপাশি ফোনটির ৪ বছরের বেশি স্থায়ীত্বের ব্যাটারির উপর নিশ্চিন্তে ভরসা করা যায়। ৪৫ ওয়াট ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি প্রয়োজনের সময় ব্যবহারকারীদেরকে দ্রুত চার্জিং সুবিধাও দেয়।

অপো বাংলাদেশের অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, “বাংলাদেশে আমাদের ১০ম বর্ষপূর্তি উদযাপনের পাশাপাশি গ্রাহকদের সঙ্গে ফ্যানস ফেস্টিভ্যালের মাধ্যমে যুক্ত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। চমৎকার অফার এবং চমকপ্রদ অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে এই ইভেন্টটি গ্রাহকদের একটি সত্যিকারের উৎসব উদযাপনের আনন্দ দেবে।”

এই উদযাপনে অংশ নিয়ে দারুণ সুযোগগুলো পেতে নিকটস্থ অপো স্টোর বা অনুমোদিত রিটেলারদের কাছে যাওয়ার জন্য গ্রাহকদের আহ্বান জানানো হচ্ছে।