News update
  • UN Report Calls for New Thinking to Secure a Sustainable Future     |     
  • BNP moves to finalise seat sharing as alliance friction grows     |     
  • BNP plans universal 'Family Card' for all women: Tarique Rahman     |     
  • Tangail saree weaving gets recognition as intangible cultural heritage     |     
  • Chuadanga farmers thrive as cauliflower yields hit new high     |     

এশিয়ান পেইন্টস ‘কালার নেক্সট-২০২৫’: জমকালো আয়োজনে ‘কালার অব দ্য ইয়ার’ উদ্বোধন

গ্রীণওয়াচ ডেস্ক বানিজ্য 2025-07-14, 9:43pm

img_20250714_214328-ace71d1ad8e924ea7514e0d1c614af2a1752507838.jpg




এশিয়ার অন্যতম বৃহৎ পেইন্ট প্রস্তুতকারক কোম্পানি, ‘এশিয়ান পেইন্টস’ বিশ্বের বিভিন্ন সৃজনশীল মানসিকতার ব্যক্তিদের সাথে যৌথভাবে বিশদ গবেষণার ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ২০২৫ সালের ‘কালার অব দ্য ইয়ার’ ঘোষণা করেছে। এই বিশেষ আয়োজনটি ১২ জুলাই, র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে, যেখানে দেশের শীর্ষস্থানীয় ডিজাইন, স্থাপত্য ও সৃজনশীল চিন্তাধারার ব্যক্তিত্বরা একত্রিত হয়েছিলেন। 

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান পেইন্টস ইন্টারন্যাশনাল-এর চিফ এক্সিকিউটিভ অফিসার মি. জোসেফ ইপেন, রিজিওনাল হেড (সাউথ এশিয়া অ্যান্ড সাউথ প্যাসিফিক আইল্যান্ডস) মি. বুদ্ধাদিত্য মুখার্জি, এবং এশিয়ান পেইন্টস-এর অন্যান্য ঊর্ধ্বতন সদস্যবৃন্দ। অনুষ্ঠানে বাংলাদেশের বিশিষ্ট স্থপতি, ডিজাইনার এবং সৃজনশীল ব্যক্তিত্ব সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন।

প্রতি বছর, এশিয়ান পেইন্টস বিভিন্ন সৃজনশীল শাখার বিশেষজ্ঞ স্থপতি, শিল্পী, ইন্টেরিয়র ডিজাইনার এবং মিডিয়া, সমাজবিজ্ঞান ও ফ্যাশনের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ‘কালারনেক্সট’ তৈরি করে। এটি একটি বিস্তৃত রিপোর্ট, যা বিশ্বজুড়ে রঙ, উপকরণ, টেক্সচার ফিনিশ এবং ট্রেন্ডের ডিজাইন দিকনির্দেশনা তুলে ধরে। ২০০৩ সাল থেকে এশিয়ান পেইন্টস রঙ ও উপকরণের সমন্বয়ে গবেষণা করে আসছে, যেন উদীয়মান ডিজাইন নিয়ে ধারনা দেওয়া যায়। সময়ের সাথে সাথে ‘কালারনেক্সট’ এশিয়ার অন্যতম এবং অনন্য রঙ ও উপকরণের নির্দেশিকা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এশিয়ান পেইন্টস বাংলাদেশের একমাত্র হোম ডেকোর কোম্পানি যারা এত গভীর ও সূক্ষ্মভাবে ট্রেন্ডগুলো নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে। 

ইভেন্টে এ বছরের ‘কালার অব দ্য ইয়ার’ হিসেবে ঘোষণা করা হয় ‘কার্ডিনাল’। এটি অন্তরের গভীর শান্তি ও সাম্যবোধকে প্রতিফলিত করে। মানুষের আত্মঅনুসন্ধানের মুহূর্তকে ধারণ করে এবং ভেতরের সত্তার সাথে নতুন করে মানুষের পরিচয় করিয়ে দেয়। আত্মপরিচয় ও আত্মচিন্তার প্রয়োজন থেকে অনুপ্রাণিত, কার্ডিনাল সবকিছুতে আনে কোমলতা, পরিশীলন, এবং আবেগের এক স্থির অনুভূতি।

এই ইভেন্টে এ বছরের তিনটি ট্রেন্ড দিকনির্দেশনাও তুলে ধরা হয়-

ব্যাড টেস্ট উজ্জ্বলতা, জাঁকজমকপূর্ণতা এবং প্রচলিত নিয়ম ভাঙার সৌন্দর্যকে উদযাপন করে।

ফিল মোর একটি গভীরভাবে সংবেদনশীল ট্রেন্ড, যা স্পর্শ, টেক্সচার এবং আবেগঘন ডিজাইন অভিজ্ঞতার উপর গুরুত্ব দেয়।

সল্ট একধরনের মিনিমালিস্টিক কিন্তু অনন্য এক ধরনের ট্রেন্ড, যা প্রকৃতির বিশুদ্ধতা, স্থায়িত্ব এবং সরলতা থেকে অনুপ্রাণিত।  

এই উৎসবময় ইভেন্টে এশিয়ান পেইন্টস ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী, জোসেফ ইপেন বলেন, 

“বর্ণিল, মুগ্ধকর ও সংস্কৃতির সঙ্গে মানানসই রঙগুলো নিয়ে গ্রাহক ও ভোক্তাদের মাঝে আগ্রহ রয়েছে। এশিয়ান পেইন্টস প্রতিনিয়ত গ্লোবাল ট্রেন্ড এবং সেগুলোর লোকাল সম্পৃক্ততা বিশ্লেষণ করে, যা ভোক্তাদের সামগ্রিক চাহিদার প্রতিফলন ঘটায় ও ডিজাইনকে অনুপ্রাণিত করে। এই রিপোর্টে চলতি ‘ট্রেন্ড’গুলো সামনে নিয়ে আসতে স্বনামধন্য বিশেষজ্ঞরা অক্লান্ত পরিশ্রম করেছেন। আমাদের লক্ষ্য ভবিষ্যৎ-বান্ধব, কার্যকর, নান্দনিক রঙ ও টেক্সচার তৈরির মাধ্যমে অভিনবত্বকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়া, যা সাধারণ মানুষের লাইফস্টাইলকে আরো সমৃদ্ধ করবে।”    

এশিয়ান পেইন্টস ইন্টারন্যাশনালের রিজিওনাল হেড, বুদ্ধাদিত্যা মুখার্জি বলেন, 

“কালারনেক্সট আমাদের দেখার জানালা খুলে দেয় যাতে করে আমরা বুঝতে পারি মানুষকে কী কোন জিনিসগুলো ছুঁয়ে যায়। ‘কার্ডিনাল’ আমাদের সময়ের অনুভূতির কথা বলে, আর এই কথাটা বাংলাদেশে পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত।“ 

এই আয়োজনের মাধ্যমে এশিয়ান পেইন্টস আবারও প্রমাণ করল যে তারা ট্রেন্ডসেটিং ডেকর ভাবনার পথপ্রদর্শক এবং তাদের ভবিষ্যতমুখী আইডিয়াগুলো পেশাদার আর হোম-ওনারদের অনুপ্রাণিত করছে যেন তারা নিজেদের মত করে ভাবপূর্ণ, আবেগময় আর সংস্কৃতিসম্মত মানানসই লিভিং স্পেস তৈরি করতে পারে।