
শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বাড়ানোর কারণে জনগণের ভোগান্তি বেড়েছে। এ অবস্থার পরিবর্তনে জড়িতদের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৬ মে) মিরপুরে যুবলীগের ঢাকা মহানগর উত্তরের সমাবেশে এ দাবি করেন তিনি।
কামাল আহমেদ মজুমদার আরও বলেন, সিন্ডিকেট করে দাম বাড়ানো হয়েছে। যারা নিত্যপণ্যের দ্রব্য নিয়ে সিন্ডিকেট করে, তাদের দুই-চারজনকে ধরে মৃত্যুদণ্ড দেওয়া হলে সব বন্ধ হয়ে যাবে।
বিএনপি-জামায়াত বাজারে কৃত্রিম খাদ্যের সংকট তৈরি করে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে মন্তব্য করে শিল্প প্রতিমন্ত্রী বলেন, বিএনপিকে জনবিচ্ছিন্ন দল। তাদের সঙ্গে এ দেশের জনগণ নেই। আর মির্জা ফখরুল সাহেবতো পাকিস্তানের খোয়াব দেখেন। কারণ তার বাবা ছিলেন রাজাকার। খোয়াব না দেখে আপনি পাকিস্তান চলে যান।
সমাবেশ শেষে যুবলীগ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে মিরপুর-১০ গোল চত্বর (ফলপট্টি) থেকে বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা। তথ্য সূত্র আরটিভি নিউজ।