News update
  • Bangladesh Faces $1.25 Billion Export Loss from US Tariffs     |     
  • Israel Expands Gaza Assault as UN Warns of ‘Genocide’     |     
  • World Ozone Day Highlights Progress and Future Action     |     
  • DG Health Services gives 12 directives to treat dengue cases     |     
  • Stock market shows recovery as investors back: DSE chairman     |     

২০২১ সালে শানতুং সমুদ্রবন্দর গ্রুপ ১৫০ কোটি টন পণ্য হ্যান্ডেল করেছে

ওয়াং হাইমান ঊর্মি বানিজ্য 2022-08-18, 4:02pm




২০২১ সালে চীনের শানতুং সমুদ্রবন্দর গ্রুপ ১৫০ কোটি টনেরও বেশি মালামাল হ্যান্ডেল করেছে।


সংশ্লিষ্ট কর্তৃপক্ষীয় সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র জানায়, ২০১৯ সালের ৬ই অগাস্ট থেকে গত বছরের শেষ নাগাদ পর্যন্ত শানতুং সমুদ্রবন্দর গ্রুপ ৩ কোটি ৪০ লাখ প্রমাণাকৃতির কনটেইনার হ্যান্ডেল করেছে। 


উল্লেখ্য, ২০১৯ সালের ৬ই অগাস্ট শানতুং প্রদেশ ছিংতাও সমুদ্রবন্দর, রিঝাও সুমদ্রবন্দর, ইয়ানথাই সমুদ্রবন্দর, ও বোহাই উপসাগর সমুদ্রবন্দরকে একীভূত করে শানতুং সমুদ্রবন্দর গ্রুপ প্রতিষ্ঠা করে। 


(ওয়াং হাইমান ঊর্মি, সাংবাদিক, বাংলা বিভাগ, চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং, চীন।)