
An Ottar of a threatened species has been recovered in Kalapara.
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় বিপন্ন প্রজাতির একটি ভোদর (উদবিড়াল) উদ্ধার করেছে বন বিভাগ ও এ্যানিমেল লাভারস অব পটুয়াখালী'র সদস্যরা। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মহিপুর থানার মনোহরপুর গ্রামের কবির হাওলাদারের বাড়ি থেকে ভোদরটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রাণীটি স্থানীয়ভাবে ‘উদবিড়াল’ নামে পরিচিত, যা বাংলাদেশে বিপন্ন বন্য প্রাণীর তালিকাভুক্ত।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ দিন ধরে কবির হাওলাদার ভোদরটিকে শিকল দিয়ে বেঁধে নিজ বাড়িতে লালন-পালন করে আসছিলেন।
এ বিষয়ে কবির হাওলাদার বলেন, পাশের একটি বাড়ির পুকুরে মাছ ধরার সময় ভোদরটি জালে আটকা পড়ে। পরে স্থানীয়রা সেটিকে পিটিয়ে আহত করলে তিনি প্রাণীটিকে উদ্ধার করে চিকিৎসা ও সেবা-শুশ্রূষা করেন। তবে বন্যপ্রাণী লালন-পালন করা যে শাস্তিযোগ্য অপরাধ তা তিনি জানতেন না বলে দাবি করেন।
মহিপুর বনবিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. ঝিলন মিয়া বলেন, উদ্ধারকৃত ভোদরটি একটি সংরক্ষিত ও বিপন্ন বন্যপ্রাণী। আইন অনুযায়ী বন্যপ্রাণী আটক বা লালন-পালন করা দণ্ডনীয় অপরাধ। প্রাণীটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ্যানিমেল লাভারস অব পটুয়াখালী'র কলাপাড়া শাখার সদস্য বায়েজিদ মুন্সি বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা বন বিভাগের সঙ্গে যোগাযোগ করে ভোদরটি উদ্ধার করি। যথাযথ চিকিৎসা শেষে এটিকে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হবে বলে আশা করছি।
বন বিভাগ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ভোদরটিকে প্রাথমিক চিকিৎসা শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নিরাপদ স্থানে পাঠানো হবে। - গোফরান পলাশ