
২০২৬ সালের জুনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বকাপের জমকালো ড্র।
সেখানে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা পড়েছে ‘জে’ গ্রুপে, আর ব্রাজিল পড়েছে ‘সি’ গ্রুপে।
আগামী বছরের ১১ জুন পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।
ড্র অনুযায়ী তুলনামূলক সহজ গ্রুপ পরেছে লাতিনের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। ব্রাজিল ‘সি’ ও আর্জেন্টিনা খেলবে ‘জে’ গ্রুপে।
‘সি’ গ্রুপে ব্রাজিলকে বড় পরীক্ষায় ফেলতে পারে কাতার বিশ্বকাপে দুর্দান্ত খেলা মরক্কো। গ্রুপের অন্য দুটি দল স্কটল্যান্ড ও হাইতি।
‘জে’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গী হয়েছে অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান। যেখানে শক্তিতে স্বাভাবিক এগিয়ে নীল-সাদা জার্সিধারীরা।
সাধারণত ফুটবল বিশ্বকাপে ৮টি গ্রুপে ৩২টি দল অংশ নিতো। তবে আগামী আসরে ৪৮টি দল খেলবে ১২টি গ্রুপে ভাগ হয়ে।