
ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের জন্য ২৩ সদস্যের জাতীয় নারী দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এবারও দলটির নেতৃত্ব দেবেন আফঈদা খন্দকার। ঢাকায় ২৬ নভেম্বর বাংলাদেশ খেলবে মালয়েশিয়ার বিপক্ষে। আর ২ ডিসেম্বর আফঈদারা খেলবে আজারবাইজানের বিপক্ষে।
সোমবার (২৪ নভেম্বর) বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে মালয়েশিয়া ও আজারবাইজানকে নিয়ে তিন জাতি সিরিজ সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেন বাটলার। প্রত্যাশা থাকলেও আলোচিত পাঁচ সিনিয়রের কেউই জায়গা পাননি। সাফ ২০২৪ শেষে তারা স্কোয়াডের বাইরে আছেন।
আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এএফসি উইমেন্স এশিয়ান কাপের আসর। এশিয়ার সর্বোচ্চ মঞ্চে এবারই প্রথমবার অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী দল। সেই টুর্নামেন্টেরই প্রস্তুতির অংশ হিসেবে ত্রিদেশীয় সিরিজটি খেলবে বাংলাদেশ।
গত অক্টোবরে সর্বশেষ থাইল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। সেই স্কোয়াডে থাকা ২৩ জনের সবাই আছেন এই দলেও। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন মামনি চাকমা ও তনিমা বিশ্বাস।
মামনি ২৩ জনের মূল স্কোয়াডে থাকলেও তনিমার জায়গা হয়েছে স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে। তার সঙ্গে রুমা আক্তারও এই সিরিজে স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবেই আছেন।
নারী ফুটবলের সবচেয়ে আলোচিত প্রশ্নই এখন, সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা ইসলাম, সুমাইয়া মাতসুশিমা ও মাসুরা পারভীন কি আবার জাতীয় দলে ফিরবেন? তিন জাতি সিরিজের দল ঘোষণার দিনও তার কোনো স্পষ্ট উত্তর মিলল না। তবে হেড কোচ পিটার জেমস বাটলার জানালেন, তাদের জন্য জাতীয় দলের পথ পুরোপুরি বন্ধ নয়, যদিও এই নিয়ে আর কোনো প্রশ্ন শুনতে চান না তিনি।
এই পাঁচ ফুটবলার এখনো বাফুফের সঙ্গে চুক্তিবদ্ধ হলেও স্কোয়াডে জায়গা পাচ্ছেন না। বছরের শেষেই হয়তো খুলতে পারে এই রহস্যের জট।
ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ নারী ফুটবল দল: রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী, নবীরন খাতুন, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, মামনি চাকমা, শামসুন্নাহার সিনিয়র, হালিমা আক্তার, জয়নব বিবি, শিউলি আজিম, মারিয়া মান্দা, মনিকা চাকমা, মুনকি আক্তার, স্বপ্না রানী, উমহেলা মারমা, শাহেদা আক্তার, মোসাম্মত সুলতানা, মোসাম্মত সাগরিকা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, ঋতুপর্ণা চাকমা, সিনহা জাহান, রুমা আক্তার ও তনিমা বিশ্বাস।