News update
  • COP30 under difficult conditions     |     
  • Political parties who signed 'Historic July Charter'     |     
  • যা আছে জুলাই সনদের অঙ্গীকারনামায়       |     
  • Climate Crisis Fuels Hunger, Migration, and Global Instability     |     
  • Trump, Putin to Meet in Budapest After ‘Productive’ Call     |     

এএফসি থেকে কাজের স্বীকৃতি পেল বাফুফে

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-10-17, 8:34am

img_20251017_083148-209c41293ba8fd0b60c5800e6257f6d41760668451.jpg




তৃণমূল ফুটবলে কাজের স্বীকৃতি স্বরূপ বাফুফেকে প্রেসিডেন্টস রিকগনিশন গ্রাসরুট অ্যাওয়ার্ড (ব্রোঞ্জ) দিয়েছে এএফসি। এই ক্যাটাগরিতে নর্দার্ন মারিয়ানা ও ভিয়েতনামও মনোনীত ছিল। কিন্তু বাংলাদেশকে বেছে নিয়েছে এএফসি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সৌদি আরবের রিয়াদে এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসি অ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠান আয়োজন করেছিল।

বাফুফে এএফসি অ্যাওয়ার্ডে দুটি ক্যাটাগরিতে মনোনীত হয়েছিল। একটি ছিল মেম্বার অ্যাসোসিয়েশনের রুবি ক্যাটাগরি আরেকটি গ্রাসরুট ফুটবল ব্রোঞ্জ। ব্রোঞ্জ, সিলভার ও গোল্ড তিন ক্যাটাগরির মধ্যে ব্রোঞ্জ দিয়ে পুরস্কার শুরু হয়। শুরুতে বাংলাদেশের নাম ডিসপ্লে হয়। 

এএফসি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের জন্য সৌদি আরবে অবস্থান করছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তবে এএফসি গ্রাসরুট অ্যাওয়ার্ড অবশ্য সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার মঞ্চে উঠে গ্রহণ করে। ২০১৫ সালে বাফুফে এএফসি অ্যাসপায়ায় মেম্বার অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড পেয়েছিল। 

দশ বছর পর বাফুফে আবার এএফসি অ্যাওয়ার্ডে কোনো সম্মাননা পেল। এবারই প্রথম দুটো ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিল বাফুফে। বিশেষ করে গ্রাসরুটে প্রথমবার মনোনয়ন পেয়েই পুরস্কার পাওয়ায় চমক সৃষ্টি করেছে বাংলাদেশ।

বাফুফের নতুন কমিটি তৃণমূল ফুটবলে অনেক জোর দিয়েছে। বিশেষ করে যশোর শামসুল হুদা ফুটবল অ্যাকাডেমিতে সাতশ খুদে ফুটবলারের সমবেত করেছিল। সেই অনুষ্ঠানের ভিডিও পুরস্কার প্রদানের সময় ডিসপ্লে হয়েছে। 

বাফুফের সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী একাডেমি ও তৃণমূল ফুটবল নিয়ে বিশেষভাবে কাজ করছেন। সাফ, এএফসির টুর্নামেন্ট ছাড়াও বয়সভিত্তিক পর্যায়ে আমন্ত্রণমূলক টুর্নামেন্টও খেলছে বাংলাদেশ। এই কাজের স্বীকৃতিই পেয়েছে বাফুফে। আরটিভি