News update
  • Record 676 Million Women Exposed to Deadly Conflicts     |     
  • UN Renews Push for Global Elimination of Nuclear Arms     |     
  • Don't leave healthcare to profit-driven actors: Prof Yunus     |     
  • Key issues that Prof Yunus may raise in UNGA speech Friday     |     
  • Israeli Strikes Intensify Gaza City Crisis, Casualties Rise     |     

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-09-25, 7:55pm

rte435-5a1cb2929c210b32698a2ced19f9ae551758808559.jpg




অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশের যুবারা।

কলম্বোতে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পাকিস্তানকে ২-০ গোলে হারিয়েছে লাল সবুজরা। জয়সূচক গোল দুটি করেছেন ফয়সাল ও অপু রহমান।

গ্রুপ পর্বের পর নক আউটে দাপট দেখালো গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। নেপাল ও শ্রীলঙ্কাকে ৪-০ গোলের একই ব্যবধানে হারিয়ে সেমিতে পা রেখেছিল নাজমুল হুদা ফয়সালরা।

এবার সেরা চারের লড়াইয়েও জয় তুলে টুর্নামেন্টে অপরাজিত যাত্রা অব্যাহত রাখল লাল সবুজরা। ‘বি’ গ্রুপের রানার-আপ পাকিস্তানকে তো শুরুতেই ভড়কে দেয় তারা। মাত্র ৪ মিনিটের মধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। তৃতীয় মিনিটে পাকিস্তানের গোলরক্ষক ও রক্ষণের ভুলে বক্সে বল পেয়ে যায় বাংলাদেশ অধিনায়ক ফয়সাল। পাকিস্তানি গোলরক্ষকের সতীর্থের উদ্দেশে বাড়িয়ে দেওয়া বল বক্সের বাইরে নিয়ন্ত্রণে নিয়ে নেয় অপু রহমান। তার আলতো পাস প্রতিপক্ষের ডিফেন্ডারদের বাধায় দখলে নিতে পারেনি রিফাত কাজী। ডাইভ দিয়ে পেনাল্টি এরিয়ার মধ্যে সে বল গ্লাভসবন্দি করতে গিয়ে ব্যর্থ হয় পাকিস্তানি গোলরক্ষক সামার রাজ্জাক। তার হাত ফসকে যাওয়া বল কাছে পেয়ে গোল আদায় করে নেন ফয়সাল।

চতুর্থ মিনিটে দারুণ এক কোণাকুণির শটে ব্যবধান দ্বিগুণ করে অপু। ডানপ্রান্ত ধরে আক্রমণে উঠে অপুকে পাস দিয়েছিল মোহাম্মদ আরিফ। সে বল দখলে নিয়ে পাকিস্তানের দুই ডিফেন্ডারের বাধা অতিক্রম করে বক্সের কোণা থেকে বাঁ পায়ের সাহায্য শট নেন অপু। দুরূহ কোণ দিয়ে বল জড়ায় জালে। খানিকটা লাফিয়েও বলের নাগাল পেতে ব্যর্থ হন রাজ্জাক।

প্রথমার্ধের বাকি সময়ে এবং দ্বিতীয়ার্ধেও আরও একাধিক আক্রমণ চালায় বাংলাদেশ। তবে বাকি সময়ে আর কোনো সফলতা পায়নি ছোটনের শিষ্যরা। লড়াইয়ে ফেরার চেষ্টা করা পাকিস্তানও পায়নি গোলের দেখা। তাতে ২-০ গোলের জয়ে-ই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদশকে। 

আরেক সেমিফাইনালে সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে ভারত-নেপাল। এ ম্যাচের জয়ী দলের বিপক্ষে আগামী ২৭ সেপ্টেম্বর শিরোপার লড়াইয়ে নামবে ফয়সালরা।

সাফ অনূধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত দুবার শিরোপার স্বাদ পেয়েছে লাল সবুজরা। তৃতীয় শিরোপা ঘরে তোলা থেকে এক পা দূরে তারা। অন্যদিকে সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন ভারত। একবার জিতেছে পাকিস্তান।