News update
  • Chief Adviser Dr Yunus pays homage to martyred intellectuals     |     
  • Martyred Intellectuals Day: A Nation’s Loss and Resolve     |     
  • EC seeks enhanced security for CEC, ECs, election officials     |     
  • Humanoid robots take center stage at Silicon Valley summit, but skepticism remains     |     
  • ‘Unhealthy’ air quality was recorded in Dhaka on Sunday     |     

২০২৭ সাল পর্যন্ত আল নাসরে-ই থাকছেন রোনালদো

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-06-26, 10:28pm

23f315d8120c7be31e2789afa56f7e5421f084b7b6c2aecd-d0f988b84b5c44f9057f528311df55eb1750955283.jpg




ইউরোপ কিংবা যুক্তরাষ্ট্রের কোনো ক্লাবে নয়, আল নাসরেই থাকছেন ক্রিস্টিয়ানো রোনালদো। চুক্তি নবায়ন করে ২০২৭ সাল পর্যন্ত সৌদি প্রো লিগের ক্লাবটিতে থাকছেন তিনি।

বৃহস্পতিবার (২৫ জুন) এক বিবৃতিতে রোনালদোর সঙ্গে আরও দুই বছর চুক্তি বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে আল নাসর। ফলে ৪২ বছর বয়সেও তাকে দেখা যাবে সৌদি প্রো লিগে।

চুক্তি নবায়নের পর সামাজিক মাধ্যমে এক পোস্টে রোনালদো লেখেন, ‘একটি নতুন অধ্যায়ের শুরু হলো। একই প্যাশন, একই স্বপ্ন। চলুন একসঙ্গে ইতিহাস গড়ি।’

ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ২০২৩ সালে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন রোনালদো। যা তাকে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় বানিয়ে দেয়। ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, গত তিন বছর ধরে তিনি এ খেতাব ধরে রেখেছেন। ৪০ বছর বয়সেও তার মোট আনুমানিক আয় ২৭৫ মিলিয়ন ডলারের আশেপাশে।

আল নাসরের হয়ে ইতোমধ্যে আড়াই বছর খেলেও ফেলেছেন পর্তুগালের এই মহাতারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে ১০৫ ম্যাচ খেলে ক্লাবটির হয়ে ৯৩ গোল করেছেন তিনি। তবে এখন পর্যন্ত ক্লাবকে লিগ শিরোপা জেতাতে পারেননি তিনি। প্রথম দুই মৌসুমে রানার্সআপ হওয়ার পর সবশেষ মৌসুমে তৃতীয় হয়ে লিগ শেষ করেছে আল নাসর।

চলতি মাসেই আল নাসরের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছিল রোনালদোর। যা আরও দুই বছর বাড়ল।

রোনালদোর নজর এখন হাজার গোলের মাইলফলকে। ক্লাব ও জাতীয় দলের হয়ে ইতোমধ্যে ৯৩২ গোল করেছেন তিনি।