News update
  • Chief Adviser Dr Yunus pays homage to martyred intellectuals     |     
  • Martyred Intellectuals Day: A Nation’s Loss and Resolve     |     
  • EC seeks enhanced security for CEC, ECs, election officials     |     
  • Humanoid robots take center stage at Silicon Valley summit, but skepticism remains     |     
  • ‘Unhealthy’ air quality was recorded in Dhaka on Sunday     |     

লা লিগার মৌসুম সেরা খেলোয়াড় রাফিনিয়া

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-06-07, 6:39am

061a10d03ca8a6516fbb1f60b5affca6f51fe9080c932250-0c52a7da47db2184bd4813c8d24623ed1749256752.jpg




পুরো মৌসুম জুড়েই দারুণ পারফরম্যান্স করেছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। ধারাবাহিক পারফরম্যান্স এবং বার্সেলোনার তিন শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিও পেয়েছেন এই ফুটবলার। এবারের লা লিগার সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন এই ব্রাজিলিয়ান।

রাফিনিয়ার পাশাপাশি অবিশ্বাস্য সব পারফরম্যান্স উপহার দিয়েছেন বার্সেলোনার স্প্যানিশ ফুটবলার লামিনে ইয়ামাল। আসরের সেরা অনূর্ধ্ব-২৩ ফুটবলারের পুরস্কার পেয়েছেন কাতালান ক্লাবটির তরুণ খেলোয়াড় লামিনে ইয়ামাল। 

শুক্রবার (৬ জুন) লা লিগা কর্তৃপক্ষ বিভিন্ন ক্যাটাগরিতে মৌসুম সেরাদের নাম ঘোষণা করে। মৌসুমের দ্বিতীয়ভাগে দুর্দান্ত লা লিগা শিরোপা পুনরুদ্ধার করে বার্সেলোনা। এছাড়া রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জেতে কাতালানরা। 

লিগে দারুণ পারফর্ম করলেও চ্যাম্পিয়ন্স লিগে হোঁচট খেয়েছে বার্সেলোনা। সেমি-ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে দ্বিতীয় লেগের রুদ্ধশ্বাস লড়াইয়ে হেরে যায় তারা। 

মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৭ ম্যাচ খেলে ৩৪ গোল করেন রাফিনিয়া। পাশাপাশি  ২৫টি গোলে অবদান রেখেছেন তিনি। 

২০২২ সালে লিডস ইউনাইটেড থেকে বার্সেলোনা যোগ দেন রাফিনিয়া। প্রথম দুই মৌসুমে এখানে তাকে বেশ ভুগতে হয়েছে। তবে ২০২৪-২৫ মৌসুমে কোচ হান্সি ফ্লিকের কোচিংয়ে নিজেকে সেরারূপে মেলে ধরেন তিনি। সম্প্রতি ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছে স্প্যানিশ ক্লাবটি। 

অন্যদিকে ১৭ বছর বয়সী ইয়ামাল এরই মধ্যে অর্জন করেছেন তারকাখ্যাতি। স্প্যানিশ এই ফরোয়ার্ড সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৫ ম্যাচ খেলে গোল করেছেন ১৮টি। সতীর্থদের দিয়ে করিয়েছেন ২৫ গোল।