News update
  • UNRWA Situation Report on Crisis in Gaza & Occupied West Bank     |     
  • Intimidation or bloodshed cannot halt Bangladesh’s march to democracy     |     
  • Khaleda Zia integral to an important chapter in BD history: Yunus     |     
  • Enthusiasm marks Victory Day celebrations across Bangladesh     |     
  • Dhaka-Delhi ties deep; to be shaped by trust, dignity, mutual respect     |     

ছয় গোলের রোমাঞ্চে বার্সেলোনাকে রুখে দিলো ইন্টার মিলান 

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-05-01, 7:39am

img_20250501_073749-80be7e0d24a4775aaf31ba01a128358d1746063577.jpg




উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে সিনেমার মতো রুদ্ধশ্বাস ম্যাচে বার্সেলোনা ও ইন্টার মিলান ৩-৩ গোলে এক অভূতপূর্ব ড্র হয়েছে। 

বুধবার (৩০ এপ্রিল) রাতে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচ রেকর্ডসংখ্যক দর্শকের সামনে দুই দলই টক্কর দিয়েছে সেয়ানে সেয়ানে।

তবে বিপুল সংখ্যক এই দর্শকদের স্তব্ধ করে দিয়ে শুরু হতে না হতেই বাজিমাত করলেন মার্কাস থুরাম। মাত্র ১ মিনিটের মধ্যেই ডেনজেল ডামফ্রিজের ক্রসে দুর্দান্ত ব্যাকহিল করে গোল করেন তিনি। এরপর ২১ মিনিটে দিমারকোর কর্নার থেকে ফ্রান্সেসকো আকেরবির পাসে আবারও জ্বলে উঠলেন ডামফ্রিজ, শ্বাসরুদ্ধকর অ্যাক্রোব্যাটিক ভলিতে ব্যবধান করলেন ২-০! তবে সেই মুহূর্তে হাল ছাড়েনি বার্সা। গোল খেলেও যে দলটি গোল দিতে জানে।

পরে ২৩ মিনিটে লামিন ইয়ামাল একক নৈপুণ্যে ইন্টারের রক্ষণকে ছিন্নভিন্ন করে ডানপায়ের জাদুতে গোল করে ব্যবধান নামে এক গোলে। প্রথমার্ধ শেষ হবার আগে পেদ্রির ফ্লিকে রাফিনিয়ার ডাউনকন্ট্রোল, আর ফেরান তোরেসের গোলে ম্যাচে ২-২ গোলে সমতায় ফেরে।

দ্বিতীয়ার্ধে ইন্টার অধিনায়ক লাউতারো মার্টিনেজ ইনজুরিতে মাঠ ছাড়লে বদলি হয়ে আসেন মেহেদি তারেমি। ৬০ মিনিটে আবারো ডামফ্রিজ, এবার কর্নার থেকে হেড করে নিজের জোড়া গোল পূর্ণ করেন। কিন্তু আবারও দ্রুত জবাব বার্সার—ছোট কর্নার থেকে রাফিনিয়ার শট বারপোস্টে লেগে গোলকিপার ইয়ান সোমারের পিঠে লেগে বল ঢুকে পড়ে জালে! ৩-৩ গোলে সমতায় ফেরে! 

তবে, ৭৫ মিনিটে ইন্টার মিডফিল্ডার হেনরিখ মিখিতারিয়ান গোল করে উদযাপন করলেও ভিএআরে দেখা যায়, একটুখানি বুটের আগা ছিল অফসাইডে। বিতর্কিত সেই সিদ্ধান্তেই বেঁচে যায় বার্সা। শেষ পর্যন্ত রোমাঞ্চকর লড়াই শেষ হয় সমতায়।

এবার জিউসেপ্পে মিয়াজ্জা স্টেডিয়ামে হতে যাওয়া দ্বিতীয় লেগে এখন সব নির্ভর করছে ৬ মে। ওই ম্যাচেই পরে প্যারিস সেইন্ট জার্মেই ও আর্সেনালের মধ্যকার বিজয়ীর মুখোমুখি হবে ফাইনালে। আরটিভি