News update
  • Five Shariah Banks to Merge Into State-run Sammilito Islami Bank     |     
  • Dhaka’s air ‘unhealthy for sensitive groups’ Wednesday morning     |     
  • US proposes that the UN authorize a Gaza stabilization force for 2 years     |     
  • Democrat Zohran Mamdani is elected New York City mayor     |     
  • Martyr Mugdha's brother Snigdha steps into politics with BNP     |     

ঘরের মাঠে মালদ্বীপের কাছে হারল বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2024-11-13, 8:16pm

jgjmhjkj-f7c9c0b24a67fb8dfcc7bef4d78b3aa41731507403.jpg




গত বছর মালদ্বীপের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ম্যাচটি ড্র করেছিল বাংলাদেশ।

তবে এবার আর পারলো না, একের পর এক সুযোগ মিস করেও গোলের দেখা পেলেন না রাকিব-মোরসালিনরা।

১৮তম মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

তারপর আর ম্যাচে ফেরা হয়নি বাংলাদেশের। শেষ পর্যন্ত মালদ্বীপের বিপক্ষে ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়েন হাভিয়ের কাবরেরার শিষ্যরা।