News update
  • Italian PM Giorgia Meloni to Visit Bangladesh on Aug 30-31     |     
  • BNP to Get 38.76% Votes, Jamaat 21.45%, NCP 15.84%     |     
  • Bangladesh’s Democratic Promise Hangs in the Balance     |     
  • World War III to start with simultaneous Xi, Putin invasions?      |     
  • Election delay anti-democratic, against July-August spirit      |     

ইউরো ২০২৪ দ্রুততম গোল করেও ইতালির কাছে আলবেনিয়ার হার

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2024-06-16, 7:45am

b39c0e448b44c71ffb2769d7b1eb66a669956a441b972836-3fb3037f5671c75794f89c7522d3c3001718502377.jpg




আসরের বর্তমান চ্যাম্পিয়ন তারা। দ্বিতীয় সর্বোচ্চ চারটি বিশ্বকাপের মালিকও তারাই। অথচ সেই ইতালির জালেই কিনা ম্যাচ শুরুর ২৩ সেকেন্ডের মধ্যে বল পাঠিয়ে দিল আলবেনিয়া! ইউরো শুরুর দ্বিতীয় দিনেই কি তবে অঘটনের দেখা মিলতে যাচ্ছে? না, কোনো অঘটন ঘটেনি। শুরুর ধাক্কা সামলে দাপটের সঙ্গেই ম্যাচ জিতে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালি।

শনিবার (১৫ জুন) ইউরো চ্যাম্পিয়নশিপের গ্রুপ বি'র খেলায় আলবেনিয়ার বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন ইতালি। এর আগে এই গ্রুপের আরেক খেলায় ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়েছে তিনবারের চ্যাম্পিয়ন স্পেন।

এদিন ম্যাচের শুরুতে ঠিকঠাক গুছিয়ে বসার আগেই ইতালির জালে বল পাঠায় আলবেনিয়া। বর্তমান চ্যাম্পিয়ন ইতালি ও সাবেক চ্যাম্পিয়ন স্পেন ও বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়ার গ্রুপে আলবেনিয়াকে সবচেয়ে সহজ প্রতিপক্ষ মনে করা হচ্ছিল। অথচ তারাই কিনা ইতালিকে ভড়কে দেয়।

ম্যাচের ২৩ সেকন্ডে করা নেদিম বাইরামির গোলটি ইউরোর ইতিহাসে দ্রুততম গোল। ইতালির করা ভুলের সুযোগ নিয়ে গোলটি করেন তিনি। নিজেদের সীমানায় থ্রোইন পেয়েছিল ইতালি। ফুলব্যাক ফেদেরিকো ডি মার্কো থ্রোইন করে বল সতীর্থকে দিতে গিয়ে ভুল করে বসেন। বল চলে যায় বাইরেমির পায়ে। দারুণ শটে বল জালে জড়ান তিনি।

এর আগে ২০০৪ ইউরোতে গ্রিসের বিপক্ষে ৬৭ সেকেন্ডে গোল করে দ্রুততম গোলের রেকর্ড গড়েছিলেন রাশিয়ার দিমিত্রি কিরিচেনকো।

শুরুতে গোল খেলেও অবশ্য বিচলিত হয়নি বর্তমান চ্যাম্পিয়নরা। পরিকল্পিত ফুটবল ও অভিজ্ঞতায় ম্যাচ নিজেদের অনুকূলে নিয়ে আসে লুসিয়ানো স্প্যালেত্তির শিষ্যরা।

১১ মিনিটেই সমতায় ফেরে ইতালি। বাঁ প্রান্ত থেকে পেল্লেগ্রিনির বাড়ানো ক্রসে হেড করে আজ্জুরিদের সমতা এনে দেন  আলেসান্দ্রো বাস্তোনি।

প্রথম গোলের পাঁচ মিনিট পরেই দ্বিতীয় গোলের দেখাও পেয়ে যায় ইতালি। এবার গোল করেন নিকোলা বারেল্লা। এরপরেই আলবেনিয়ান সমর্থকরা স্তব্ধ হয়ে যান।

প্রথমার্ধেই আরও কয়েকটা গোল পেতে পারতো ইতালি। কিন্তু আলবেনিয়ার গোলরক্ষক থমাস স্ত্রাকোসার বীরত্বে আর গোল খায়নি তারা। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রেন্টফোর্ডের এই গোলরক্ষক দারুণ নৈপুণ্য দেখিয়ে দলকে বড় হার থেক বাঁচান।

দ্বিতীয়ার্ধে ইতালির আক্রমণের ধার কমে আসে। গোল করার মতো পরিষ্কার সুযোগ আর তৈরি করতে পারেনি ইতালি। আলবেনিয়াও খুব একটা বিপজ্জনক হয়ে উঠতে পারেনি। ম্যাচের শেষের দিকে দোনারুম্মার গায়ে লেগে বাইরে চলে যাওয়া শটটাই আলবেনিয়ার উল্লেখযোগ্য আক্রমণ। তথ্য সূত্র সময় সংবাদ।