News update
  • Shahidul Alam flies to Turkey from Israel captivity     |     
  • Dhaka’s air turns ‘unhealthy’ on Friday morning      |     
  • Nobel Peace Prize Looms as Trump’s Hopes Fade     |     
  • Gaza Ceasefire Deal: UN and Partners Ready to Act Immediately     |     
  • Probe into irregularities in Tk 518cr Jute mill project ordered     |     

পর্যটকদের জন্য সুখবর, এক ভিসায় ঘুরতে পারবে উপসাগরীয় ৬ দেশ!

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2025-10-07, 7:44am

tertreewrwer-4d8a52d027a0bbf08e0234ea0a5b59a01759801492.jpg




উপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক জোট গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) ছয়টি সদস্য দেশ চলতি বছরই যৌথ পর্যটন ভিসার একটি পাইলট প্রকল্প চালু করতে যাচ্ছে। এই উদ্যোগটির কথা নিশ্চিত করেছেন সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি ও পর্যটনমন্ত্রী এবং এমিরেটস ট্যুরিজম কাউন্সিলের চেয়ারম্যান আবদুল্লাহ বিন তউক আল মারি। খবর খালিজ টাইমসের।

জিসিসি'র সদস্য দেশগুলো হলো— সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ওমান, কুয়েত, কাতার ও বাহরাইন।

আবদুল্লাহ বিন তউক আল মারি জানান, ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’ নামে এই একীভূত ভিসাটি হবে ইউরোপের শেনজেন ভিসা মডেলের মতো। এই ভিসার মাধ্যমে পর্যটকরা এক ভিসায় ছয়টি দেশ ভ্রমণের সুযোগ পাবেন।

আল মারি জানান, এই একক ভিসা উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক ও পর্যটন একীভূতকরণের কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। যদিও ভিসার খরচ ও মেয়াদ এখনও নির্ধারিত হয়নি, প্রকল্পটি বর্তমানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের পর্যালোচনায় রয়েছে।

পর্যটন খাতের বিশেষজ্ঞরা মনে করছেন, এই একক ভিসা উপসাগরীয় পর্যটনশিল্পে বিরাট পরিবর্তন আনবে। তাদের প্রত্যাশা, এর ফলে নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অঞ্চলটির জিডিপিতে উল্লেখযোগ্য অবদান রাখবে। বিশেষ করে, এই ভিসার কারণে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সবচেয়ে বেশি পর্যটক আকর্ষণ করবে বলে ধারণা করা হচ্ছে।

আরটিভি