News update
  • Dhaka residents struggling with ‘unhealthy’ air quality     |     
  • Over 100 Killed in Brazil’s Deadliest Rio Police Raid     |     
  • Alphabet Tops $100 Billion Quarter as AI Drives Surge     |     
  • Wild bird meat raid in Sylhet’s Jaintiapur: 2 hotels sealed, 1 fined     |     
  • Reported massacre at hospital in Sudan’s El Fasher leaves 460 dead     |     

অবৈধ অভিবাসীদের দুঃসংবাদ দিলো মালয়েশিয়া

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2025-01-11, 10:17pm

06e635aee7bff0ae579ee6e32caa881009ae05afd16d5902-43fbe5f3f6ab42e3f15a1eb791813be71736612271.jpg




মালয়েশিয়ায় অবৈধ কর্মীদের জন্য বৈধকরণ প্রকল্প ‘রিক্যালিব্রেশন ৩.০’ প্রোগ্রামের ঘোষণাটি সঠিক নয় বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।

২০২৩ সালের ২৭ জানুয়ারি শুরু হওয়া বৈধকরণ প্রকল্প ‘রিক্যালিব্রেশন ২.০’ প্রোগ্রামটির মেয়াদ সম্পূর্ণভাবে শেষ হয়েছে ২০২৪ সালের ৩০ জুন। এরপর নতুন করে মালয়েশিয়ায় থাকা অবৈধ কর্মীদের জন্য বৈধকরণ প্রকল্পের ঘোষণা দেয়া হয়নি বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।

শনিবার (১১ জানুয়ারি) অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

শাবান বলেন, মালয়েশিয়ায় অনিয়মিত অভিবাসীদের বৈধকরণ প্রকল্প ‘রিক্যালিব্রেশন ২.০’ নামের প্রোগ্রামের শেষ সময়সীমা ছিল ২০২৪ সালের ৩০ জুন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি পোস্টে বলা হয়েছে ‘মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী কর্মীদের বৈধকরণ করতে ‘রিক্যালিব্রেশন ৩.০’ নামের একটি প্রোগ্রাম চালু করেছে অভিবাসন বিভাগ। যেটি সম্পূর্ণ ভুয়া এবং এই পোস্টটিকে অস্বীকার করেছে ইমিগ্রেশন বিভাগ।

এ ধরনের ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান।

তিনি বলেন, সঠিক এবং সর্বশেষ তথ্যের জন্য অভিবাসন বিভাগের নিজস্ব অফিশিয়াল ওয়েবসাইট এবং তাদের ফেসবুক পেজে সকল আপডেট প্রদান করা হয়ে থাকে প্রয়োজনে সেখান থেকে আপডেট তথ্য দেখার অনুরোধ করেন। সময়।