News update
  • DG Health Services gives 12 directives to treat dengue cases     |     
  • Stock market shows recovery as investors back: DSE chairman     |     
  • BB to appoint administrators to merge troubled Islami banks     |     
  • Bangladesh Bank allows loan rescheduling for up to 10 years     |     
  • Guterres Urges Leaders to Act as UNGA Week Begins     |     

যুক্তরাজ্যে অভিবাসনবিরোধী বিক্ষোভ অব্যাহত, ব্যাপক সহিংসতা

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2024-08-05, 9:19am

4c797eed3324b8bea20c1c9fe46e2991aa8070f86c4e21a6-862413dd919928943055790d62bf6fbe1722827973.jpg




একটা গুজবেই দাঙ্গা ছড়িয়ে পড়েছে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে। ছুরি হামলায় শিশু হত্যার জেরে দেশটিতে কট্টর ডানপন্থিদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, যুক্তরাজ্যে অভিবাসীদের একটি হোটেলে রোববার (৪ আগস্ট) হামলা চালায় কট্টর ডানপন্থিরা। পুলিশকে লক্ষ্য করেও ছোড়া হয় চেয়ার, বোতল ও পাথর। অনেক জায়গায় পুলিশের সঙ্গে হাতাহাতিও হয় আন্দোলনকারীদের।

ঘটনার সূত্রপাত গত সোমবার (২৯ জুলাই) সাউথপোর্ট শহরে ছুরিকাঘাতে তিন শিশুর মৃত্যুকে কেন্দ্র করে। ওই ঘটনায় ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করা হয়। এরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি গুজব। গ্রেফতার কিশোরকে উগ্র ইসলামপন্থি অভিবাসী হিসেবে আখ্যা দেয়া হয়।

এরপরই দেশটিতে শুরু হয় বিক্ষোভ। অভিবাসী ও মুসলিমদের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেয় কট্টর ডানপন্থিরা। হামলা চালানো হয় মসজিদেও। হত্যার বিচারের দাবিতে ছড়িয়ে পড়া আন্দোলন ক্রমেই সহিংসতায় রূপ নেয়। চলে লুটপাট ও আগুন সন্ত্রাস।

সহিংস আন্দোলনের কারণে মাত্র এক মাস আগে ক্ষমতায় বসা লেবার পার্টি কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছে। যদিও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ব্রিটেনে কোনো সহিংসতার স্থান নেই। আন্দোলনের নামে নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারিও দেয়া হয়েছে।

অভিবাসীদের লক্ষ্য করে হামলার তীব্র নিন্দা জানিয়েছে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও। জড়িতদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন,উগ্র ডানপন্থিরা যা করেছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। কোনো সন্দেহ নেই। যারা এই সহিংসতার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। তাদের গ্রেফতার করে রিমান্ডে নেয়া হবে।

এদিকে, যুক্তরাজ্যের মসজিদগুলোর নিরাপত্তা জোরদার করতে ৩ কোটি ৭০ লাখ ডলার বরাদ্দের ঘোষণা দিয়েছে লেবার সরকার। ইংল্যান্ড ও নর্দান আয়ারল্যান্ডের মসজিদে সিরিজ হামলার ঘটনায় রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ঘোষণা দেয়া হয়। তথ্য সূত্র সময় সংবাদ।