News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     
  • US Issues Travel Alert for Bangladesh Ahead of Election     |     

ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2023-09-26, 2:12pm

image-241366-1695707724-cfdeac5800f05006fdec70a8b8bab6711695715937.jpg




ইউরোপের দেশ ইতালিতে সড়ক দুর্ঘটনায় জুনায়েদ মিয়া (২৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

রোববার (২৪ সেপ্টেম্বর) ইতালির রোম শহরে এ দুর্ঘটনা ঘটে।

জুনায়েদ হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের মির্জাপুর গ্রামের মো. কবু মিয়ার ছেলে। তার মরদেহ দেশে আনার চেষ্টা চলছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে রিচি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ড সদস্য মো. আব্দাল উদ্দিন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত রোববার (২৪ সেপ্টেম্বর) পাসপোর্ট সংগ্রহের জন্য বাসা থেকে বের হয়ে বাংলাদেশ দূতাবাসে যাচ্ছিলেন জুনায়েদ। পথে গাড়িচাপায় তিনি আহত হন। পরে সেখানকার একটি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, ওই যুবক জীবিকার তাগিদে প্রায় তিন বছর আগে কয়েকটি দেশ হয়ে ইতালি গিয়েছিলেন। এতে তার পরিবারের ১০ লাখ টাকা খরচ হয়। তারা জুনায়েদের মরদেহটি দেশে আনার জন্য ইতালিতে যোগাযোগ শুরু করেছেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।