News update
  • Lab Tests Find 67% Adulteration in Branded Milk Powder     |     
  • DNCC Sets New House Rent Rules, Eases Burden for Tenants     |     
  • RAB Officer Killed, Three Injured in Sitakunda Attack     |     
  • Bangladesh Plans Padma Barrage, First Phase at Tk34,608cr     |     
  • US Expands Trump’s Gaza Peace Board, Invites More States     |     

লন্ডনে প্রথমবারের মতো ‘বাংলাদেশ-ইউকে উইমেন ই-কমার্স এক্সপো’র উদ্বোধন

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2023-02-10, 9:22am

image-78364-1675964193-2e9258e2e216574bf128d5f73a23f7111675999337.jpg




লন্ডনে প্রমবারের মতো ‘বাংলাদেশ-ইউকে উইমেন ই-কমার্স এক্সপো’-এর আয়োজন করলো লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন।

বাংলাদেশ হাই কমিশন, লন্ডন গত মঙ্গলবার পূর্ব লন্ডনে প্রথমবারের মতো ‘বাংলাদেশ-ইউকে উইমেন ই-কমার্স এক্সপো’-এর আয়োজন করে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং মহিলা ও শিশু-বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি উৎসবমূখর পরিবেশে এই এক্সপো  উদ্বোধন করেন।

এ উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এক ভিডিও বার্তায় বাংলাদেশি নারী উদ্যোক্তাদের যুক্তরাজ্যে ব্যবসায় ও বাজার সম্প্রসারণে পররাষ্ট্র মন্ত্রণালয় ও লন্ডন মিশন সর্বাত্বক সহযোগিতা করবে বলে আশ্বাস প্রদান করেন।

এক্সপো উপলক্ষে হাই কমিশন আয়োজিত এক বিশেষ আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মেহের আফরোজ চুমকি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে নারীর ক্ষমতায়নে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। আজ বাংলাদেশের নারীরা বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রতিভা ও সাফল্যের স্বাক্ষর রেখে দেশের অগ্রযাত্রায় অসামান্য ভূমিকা পালন করছেন। ব্যবসার ক্ষেত্রেও তারা আজ পিছিয়ে নেই। সরকারের উদ্যোগে বাংলাদেশ ব্যাংক ও আইসিটি মন্ত্রণালয়সহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে নারী উদ্যোক্তারা সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ নিয়ে ব্যবসায়ে বিনিয়োগ করে স্বাবলম্বি হয়ে উঠছেন।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নকে দেশের উন্নয়নে অগ্রাধিকার দেয়ার ফলেই আজ বাংলাদেশের নারী উদ্যোক্তারা যুক্তরাজ্য সফরে এসে তাদের ব্যবসায়ের সম্প্রসারণের জন্য ব্রিটিশ ও ব্রিটিশ-বাংলাদেশি  নারী উদ্যোক্তা ও ক্রেতাদের সাথে বৈঠক ও নেটওয়ার্কিং করার এবং লন্ডনসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহরে তাদের পণ্যের প্রদর্শনী ও বিক্রয়ের সুযোগ পেয়েছেন।’

তিনি ব্রিটিশ ও ব্রিটিশ-বাংলাদেশি নারী উদ্যোক্তা ও ক্রেতাদের সাথে বাংলাদেশের নারী উদ্যোক্তাদের দৃঢ় সম্পর্ক স্থাপনের ওপর গুরুত্ব আরোপ করেন এবং এক্ষেত্রে যেসব বাধা-বিপত্তি রয়েছে সেসব দূর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, মেহের আফরোজ চুমকি এই ট্রেড মিশনের গেস্ট অব অনার হিসেবে বর্তমানে যুক্তরাজ্য সফর করছেন।

আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম বলেন, ‘যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ উত্তরোত্তর বৃদ্ধির জন্য বাংলাদেশ হাই কমিশন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এক্ষেত্রে নারী উদ্যোক্তাদের হাই কমিশন সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে।’

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ব্রিটিশ বাংলাদেশ  চেম্বার অব কমার্স-এর প্রেসিডেন্ট সাঈদুর রহমান রেনু,  উইং-এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিসা, ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড, ইউকে-এর ইস্টার্ন ইন্ডিয়া সম্পর্কিত বিনিয়োগ প্রধান সন্দীপ চৌধুরী, ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব মারুফ চৌধুরী, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব উর্মি মাযহার ও এনটিভি ইউকে-র সিইও সাবরিনা হোসাইন। তথ্য সূত্র বাসস।