News update
  • DSE turnover dips 18% despite weekly gains in key indices     |     
  • 65 Nations Sign UN Treaty to Combat Cybercrime Globally     |     
  • Dhaka’s air quality ‘unhealthy’ 5th worst in world Saturday     |     
  • Dhaka’s air recorded unhealthy on Friday morning     |     
  • Teesta activists announce ‘Silent Rangpur’ campaign in 5 districts     |     

নারায়ণগঞ্জে নৈশ প্রহরী হত্যাকান্ডের ৪৮ ঘন্টার মধ্যে অভিযুক্তকে কলাপাড়া থেকে গ্রেফতার

পুলিশ 2025-10-24, 11:22pm

accused-in-narayanganj-night-guard-murder-arrested-in-kalapara-within-48-hours-8ff2f5bc47586fa35eb50601bdd025f01761326569.jpg

Accused in Narayanganj night guard murder arrested in Kalapara within 48 hours



পটুয়াখালী: নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর নৈশ প্রহরী হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে পটুয়াখালীর কলাপাড়া থেকে গ্রেফতার করেছে র ্যাব  ৮ । গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার বালিয়াতলি ইউনিয়নের বলিপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর নৈশ প্রহরী আবু হানিফ হত্যা মামলার পলাতক আসামী এজাহার নামীয় অভিযুক্ত অপু (২৫) পিতা- হিরা, সাং-নারায়ণগঞ্জ (মহসিন ক্লাবের গলি), থানা ও জেলা নারায়ণগঞ্জ’কে  মামলা রুজুর ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়। 

এর আগে ২০ অক্টোবর দুপুরে অভিযুক্ত অভি, অপু, রাহাত সহ ৫/৬ জন বাসা থেকে ডেকে নিয়ে নৈশ প্রহরী আবু হানিফকে প্রথমে নারায়নগঞ্জ সেন্ট্রাল হাসপাতালের বিপরীত পাশে সুন্দরবন মাঠে নিয়ে মারধর করে। পরে সেখান থেকে তাকে জোড়া ট্যাংকির মাঠের মধ্যে নিয়ে পুন:রায় মারধর করা হয়। এক পর্যায় তাকে ইট দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। ঘটনার পর স্থানীয়রা তাকে আশংকা জনক অবস্থায় হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮ টার দিকে আবু হানিফ মৃত্যুবরন করেন। - গোফরান পলাশ